Tuesday, September 8, 2015

মহৎ উদ্দেশ্য

মহৎ  উদ্দেশ্য
.............. ঋষি
============================================

মহৎ কিছু উদ্দেশ্য
সারি দেওয়া লোম ওঠা খেও কুকুরের রোজকার চিত্কারে।
সরে যাচ্ছে দুরত্ব
যেমন সময় সরে সময়ের ভিতর।
জ্বলন্ত পাপ
নিস্পাপ অজস্র মুখ।

হাসছি চিত্কার করে
বুকের ক্লোরোফিলের ঘরে শ্মশান স্তব্ধতা।
পরে থাকা সারি সারি মৃতদেহ অজস্র বকলমে অনামী দূরত্ব
দুর্বলতা।
ক্রমশ ক্লোস্ড সার্কিটে ফুটে ওটা প্রেমজ ধ্বনি
শরীরের ভাষা।
বুক ,স্তন ,যোনি,লিঙ্গ ,তাল তাল মাংস ,পিন্ডি
জন্ম ,মৃত্যু ,সভ্যতা একসাথে শুয়ে।
সাজানো চিড়িয়াখানায় গিমেকের মডেলে প্রলুব্ধ লোমকূপ
ঝরে পরছে হিংসা ,লোভ ,অহংকার ,অত্যাচার ,ব্যভিচার।
আর পারছি না
তবু হাসি সে তো সাজানো প্লাস্টিক ফর্মে অর্থহীন সভ্যতা।

মহৎ কিছু উদ্দেশ্য
বেঁচে থাকা কুকুরের ফোল্ডারে জমতে থাকা পানুগুলো চর্চায় আছে।
সরে যাচ্ছে সময়
রক্ত লাল সারণী দিয়ে হেঁটে আসছে ইত পাটকেল ,অপ্রান অপার্থিব।
জ্বলন্ত চোখ
আর নিভে যাওয়া আগুন মানুষের রক্তে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...