Thursday, September 3, 2015

প্রতীক্ষার সকাল

প্রতীক্ষার সকাল
....................... ঋষি
==========================================

প্রতীক্ষার সকালে জানলা খুলে ঢুকে এলো  রৌদ্র
তোমার এলো চুল।
দু এক ফোঁটা  জল সদ্য টুপটাপ বৃষ্টি
আমার নেটওয়ার্কে তোমার চান চান গন্ধ।
পাড় ভাঙা  লাল পেড়ে শাড়ি
লক্ষীর পাঁচালি সুরে কোনো গৃহস্থ কবিতা।

ঘুম  ভেঙ্গে  চেয়ে দেখি
অজস্র  পৃথিবীর সঙ্গমে আকাশ থেকে নেমে আসা ফোঁয়ারা।
ভিজছে সময়
ঠান্ডা স্যাতস্যেতে বালিশে কেমন একটা মনমরা ভাব।
আমার সময়
বারান্দার  রেলিং বেয়ে গড়িয়ে নামা জলবিন্দু।
তোর  শরীর বেয়ে
রুপোলি ভিজে দূরত্ব।
সদ্য পাড় ভাঙা ফ্ল্যাসব্যাক চোখের আয়নায়
চেনজিং ক্লিক চোখের সামনে।
আমার বুক বেয়ে ,তোর  বুকে ভিজে ঠোঁট
সমস্ত ফ্রেমে ভিজে নিস্তব্ধতা।

প্রতীক্ষার  সকালের জানলা খুলে ঢুকে এলো
তোমার কাজুবাদামের  ঠোঁট।
সদ্য বৃষ্টি ভেঁজা পাঁচিল বেয়ে নেমে আসা সেই অদৃশ্য স্পর্শের চুমু
আমার বুকের পাঁচিলে শেওলা।
পাড় ভাঙা কোনো বাড়তে থাকা নদী কুলে বিস্তীর্ণ স্তব্ধতা
আসলে ঈশ্বর পোশাকি সভ্যতার নাম।

    

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...