Tuesday, September 1, 2015

অনিচ্ছার গল্প

অনিচ্ছার গল্প
.................. ঋষি
==========================================
অনিচ্ছার গল্পগুলো শুরু হোক
সকালের চায়ের দোকানে ভাঁড়ের ধোঁয়ায়।
বাইপাস ঘেঁষা বস্তির দাওয়ায়
কিংবা কোনো এক অজানা শহরের ফ্রেমের ছবিতে
লুকোনো ইচ্ছার প্রেমে।

ভালো মনে পড়লো
প্রেম ,,, ছুঁয়ে যাওয়া পাগলা হওয়ার নাম।
আচমকা তোর মতন কেউ আমার কাছে বুকের অলিন্দে
আটকে থাকা সেই লুকোনো ছবি।
টোল পরা গালের খুব অন্তরীণ মিলিয়ে যাওয়া স্বপ্নের মতন
বুকের ধর পাকড়ে  এক বাঘ বন্দী খেলা।
নিজের নিজের খাঁচায় লোকানো দর্পনে সাজানো নাগরিকত্ব
এক অনিচ্ছার গল্প।
ইচ্ছার সাথে শুরু হওয়া জীবনের শুকিয়ে যাওয়া
নতুনের ফুল পুরাতন স্মৃতির সাথে।

অনিচ্ছার গল্পগুলো শুরু হোক
বিকেলে একলা কফি কাপে ঠোঁট রেখে তেতো সময়ের প্রেমে।
ব্যালকনির দেওয়াল ঘেঁষা ভ্যাপসা ড্যাম্পের গন্ধে
পচতে থাকা হৃদয়ে
আবার নতুন বাঁচার ইচ্ছা।  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...