Sunday, September 6, 2015

শুনছেন দাদা

শুনছেন দাদা
.................... ঋষি
============================================

গোপন কথাটি গোপনে বলে যাই
চুপ শুনছে যে।
জীবন থেকে অবিরত বৃষ্টির মতন রক্ত
গলার কাছে আটকে এই সভ্যতা।
চাকা
সর্বত্র রাখা ভাবনাদের দরজায় অবিরত ঠকঠক।

কেউ আছেন দাদা
রাস্তায় শুয়ে থাকা ভিখারীটার  প্রশ্ন শুনছেন  দাদা।
আরো দুরে ওই বিজ্ঞাপনি  হোডিঙের চোখ খোলা শরীর
দেখছেন  দাদা।
সভ্যতার করাল  গ্রাসে খবরের পাতা ভিজে লাল রক্ত
ক্রমাগর লাঠি চার্জ ,ক্রমাগত ইট বৃষ্টি।
দুচারখান বুলের ভালোবেসে ঢুকে যায় বুকের ভিতর
মৃত্যু নিশ্চিত সভ্যতার পাথরে
সকলের নাম।
শরীরের উল্কি আঁকা অঙ্গপ্রত্যঙ্গে সভ্যতার নাম
সামনের হেঁটে চলা উদ্দেশ্যবাহী করোটির ভিতর  
জীবনের নাম। ,,,, শুনছেন।

গোপন কথাটি গোপনে বলে যায়
চুপ শুনে ফেলবে সভ্যতার দালালরা।
সেদিনের মতন ঢুকে যাবে তলোয়ার মাংসের  যোনিতে
চুপ থাকুন দাদা।
কান দেবেন না পাগলের প্রলাপে
শুধু শুনে রাখুন মানুষের এগিয়ে যাওয়া হাতে রক্ত। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...