Wednesday, September 16, 2015

অনাবশ্যক কুয়াসা

অনাবশ্যক কুয়াসা
.............. ঋষি
=========================================

অনুভব নিয়ে শব্দগুলোকে এ ফোঁড় ওফোঁড় করি
কলের পুতুলের মতন স্টেজের উপর মাইম।
দূর থেকে দেখি কুয়াসার মতন কিছু
হেঁটে চলি খালি পায়ে এক যুগ ,দুই যুগ ,কয়েক যুগ।
সবাই খেলা দেখে
আর কুহেলিকা বলে সুন্দর দিন।

মানুষের তিন নম্বর চোখের
খবরটা আজকাল খুব একটা জনপ্রিয় না.
টেবিলের উপরে সাজানো ফুলদানিতে পতঙ্গ বসে
প্লাস্টিক স্মাইল ,প্লাস্টিক সভ্যতায়।
সবটাই সাজানো
যে বোঝে ,
সে বোঝে
তিন নম্বর চোখ আগুনের চিতা খোঁজে।
ঝরঝর বৃষ্টি মেঘলা আকাশ
কুহেলিকা এটা একটা  মেঘলা ঝড় বাদলের সন্ধ্যা।

ঝড়কে স্বাগতম ,বৃষ্টিকে স্বাগতম ,নোনা জল
চোখের পাতা ভেজে কোথাও একলা দিনে।
কুহেলিকা ভালো লাগলো তোমার পরিচয়
তোমার আবর্তনে নতুন সৃষ্টির স্বাগতম।
স্বাগতম অন স্টেজ মাইম
তোমার বিদীর্ণ হাসির তরল চোখের পাতাকে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...