Tuesday, September 22, 2015

ছেঁড়া সুতো

ছেঁড়া সুতো
.................. ঋষি
==================================================
জীবনের দিকে পা বাড়াই
কেমন একটা চিনচিনে ব্যাথা ছুঁয়ে যায়।
শিরা উপশিরা ছুঁয়ে
শেষ না  হওয়া বোবা পাতায় তৃষ্ণাগুলো কাঁদতে থাকে।
অনবরত ,অবিরত
প্রশ্ন চিন্হ বেঁচে থাকা জীবন।

সেদিনকার সন্ধ্যেটা বোধহয় ঈশ্বরের ডিলিট বাটনে লাগানো সম্পর্ক
ডিলিট হয় না কিছুতেই সময়ের মুখ।
শেষ দেখা কোনো কফিকর্নারে প্রেমিকার ঠোঁট
ছুঁয়ে যাওয়া কোনো ট্যাক্সি স্ট্যান্ডে উষ্ণতার চুমু।
সবটাই কাব্যিক কোনো গ্রন্থের মতন রোমান্টিক
ভীষণ পরিচিত সময়ের সাথে ।
সবটাই তোর স্পর্শ আমার কাছে বুকের উষ্ণতায় মরুভূমি গভীরতা
পাথর কাঁদে এখানে।
গভীর আরো গভীর বুকের কোনে
জমানো আগুন।
সম্পর্কের বাড়া থালায় এক মুঠো ছাই
শ্মাশানে সম্পর্কের মুখ।

জীবনের দিকে পা বাড়াই
কেমন একটা চিনচিনে শিহরণ সারা শরীর জুড়ে।
ভাবনার মৃত্যু নেই
জমতে থাকা হৃদয়ের রিসাইকেল বিনে একটার পর একটা সুতো।
ছেঁড়া সুতো জড়ো করে সময়ের মুখ
জ্বলতে থাকে আমার সদ্য পুড়ে যাওয়া শরীরে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...