Wednesday, September 23, 2015

সভ্যতার শিরা


সভ্যতার শিরা 
............. ঋষি
=================================================

যন্ত্রণা কই ,যন্ত্রণা কই
অকাল শ্রাবন আরো গভীরে মানুষের অন্তরে। 
বুকের স্রাবগুলো সব নোংরা পাঁক 
সম্পর্ক ,জুড়ে থাকা রোগ। 
ক্রমাগত বাঁচতে চাওয়া জীবন তোমার সাথে 
তোমার পাশে। 

এই ভাবে বলতে গেলে ইতিহাস 
সম্রাট শাজাহানের হাতে পাথরের ফুল তাজমহল। 
প্রেমিকা নাকি জন্ম থেকে বন্দী 
প্রেম নাকি মহা উড়নচন্ডি। 
প্রেম কই ,প্রেম কই ,প্রেম কই
শরীর থেকে শরীরে বারুদের আগুন। 
এগিয়ে যাওয়া সভ্যতার চোখে জেট প্লাস স্পিড 
ক্রমাগত মুখথুবড়ে সভ্যতা  শরীরে ঘামে। 
ঘামের রক্তে 
আরো নেমে তলিয়ে 
মানুষের তলপেটে জন্ম শরীরের হরমোন সভ্যতায় । 

যন্ত্রণা কই,যন্ত্রণা কই
মানুষ হলো যন্ত্রণার  অন্য নাম। 
হাজারো প্রাচীন মানসিক বিকারে মানুষ অগ্রশীল 
চাকা ,আগুন ,প্রেম ,খিদে। 
সব বেড়েই চলছে ক্রমাগত তবু 
ভন্ডামি আর নষ্টামি সভ্যতার শিরায়।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...