Tuesday, September 15, 2015

এক একটা জীবন

এক একটা জীবন
............... ঋষি
=====================================
প্রতিদিন ঘুমের মধ্যে দেখি নতুন সকাল
কাগজওয়ালা কাগজ দিয়ে যায়।
নটার সাইরেন ,বাজার দৌড় ,  রাস্তার কলে জল
সকালের সার দিয়ে অফিসে  চলা জীবন ,
কোনকিছুই বদলায় না
সবটাই নিয়ম মাফিক ,সবটাই সিম্বলিক সকাল।

সেই রিং মাস্টারের সিংহটাকে মনে পরে
যে প্রতিদিন আগুনে ঝাঁপ মারে প্রতিটা শোয়ে।
অথচ জানে সে আগুন তাকে পোড়াবে না
রিং মাস্টার তাকে মরতে দেবে না।
আগুন  বারংবার জ্বলবে
জীবনের টুলে বসে সিংহ  শুনবে জনতার ক্ল্যাপ।
ঠিক একটা জীবন নিয়মমাফিক প্রতিদিন হেঁটে চলে
রেসের ঘোড়াদের মতন লাইনে দাঁড়িয়ে ক্লান্তি চেবায়।
তারপর দৌড় ফিনিশিং লাইন অবধি
এক একটা জীবন
রেসের মাঠে দৌড় আর দৌড়।

প্রতিদিন ঘুম ভাঙ্গে রাত্রে অবিরত
নিজস্ব জীবিকার পরে বারান্দায় দাঁড়িয়ে দেখি তারা খসা।
সোজা বুকের ভিতর ক্লান্তির হাই
সামনের নগরের সারণী দিয়ে তখন ক্লান্তিহীন সময়।
সবটাই নিয়মমাফিক অনিদ্রার চরণে
আকাশের সিলিঙে তখন   ঘুমের ডাক নতুন সকালের। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...