Tuesday, September 8, 2015

সোহাগী দূরত্ব


সোহাগী  দূরত্ব
............. ঋষি
======================================
একের পর এক ঢেউ বুকের উপর
ডানদিকে রাস্তা চাপা বাড়িটার দরজায় দাঁড়িয়ে ভাবছি।
আচ্ছা যদি বাড়ির রেলিঙে একবার যাওয়া যেত
চুপ করে পালক পাতায়।
ভেসে থাকা যেত
অদৃশ্য ম্যাজিকে গোলকের আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ।

ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিক।
গিলি গিলি গে ,হুররে একের পর এক সোহাগী পাতা।
খুলে যাওয়া দূরত্বের ফাঁকে
নিজের আঙ্গুল গলিয়ে ভাবি অদ্ভূত জীবন্ত প্রেম।
শরীরের লোমকূপে টান টান শিহরণ
শরীর ,মন ,সম্পর্ক ,দুর্বলতা  টানা সুতোর পুরনো পাখায়
ভালো লাগা হাওয়া।
দুলছে  সময় না না না মৃত্যু নয়
সে যে হেঁটে আসা অমায়িক হাসি আমার দিকে।
আমার প্রেমে
তোমার বুকের ভিতর ,তোমার ঠোঁটের নোনতায়।

একের পর এক ঢেউ বুকের উপর
তোমার নরম মাংসে দাঁড় টেনে ভাবি আমি জীবিত।
তোমাকে কল্পনা করে তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে ভাবি
চুপ কোনো শব্দ নয়
তুমি  আর আমি এক  মাইল মিশে
ভাসছি এক ম্যাজিক ,খুব কাছে ,চুপ ,কয়েকশো যুগ। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...