Saturday, April 1, 2017

বদলে দেবো

বদলে দেবো
.......... ঋষি
========================================
ভিখারীর মতো তোমার দুয়ারে
দুচার খান স্পর্শ যদি আদর হয়ে নামে।
দিব্যি করে বলছি বদলে দেব আবর্তনের নতুন নিয়ম কাঠি
হৃদয় বলে জড়িয়ে নেবো আকাশের মেঘ।
সেদিনও বৃষ্টি হবে
সময়ের ফাঁকে সময় ,শুধু বদলে দেবো।

এই এত আলো ,এত আকাশ আগে দেখি নি
সোজা একটা নীল  রং  বুক চিরে বিদ্যুৎ  এপারওপার হৃদয়।
কাঁচের হৃদয়ে শুধু গেঁথে দেব
আলোকের সুর।
কই চোখে পড়েনি কোনোদিন এর আগে এমনতর রূপ
ঝর্ণার মতো ঝরতে থাকা কোনো অবিশ্রান্ত ধারা।
এই মন তো কখনও কাউকে এত আপন করেনি
শুধু আরো গভীরে আরো গভীরে
মিশে যাওয়া।
বিশ্বাস করো
দুঃসাহসের ডানা মেলে তাই, দূরে দূরে যাই
হারিয়ে যাওয়ার লগ্ন এলো, হারিয়ে যেতে চাই।

ভিখারীর মতো তোমার দুয়ারে
হাত বাড়িয়ে আকাশের মুঠোয় নীলচে রঙের সুখ।
তোর চোখের কাজল ,বুকের তিলে নিরিবিলি লিখে যায়
সারা জীবন পাওয়ার আশায় দু হাত পেতেছি।
এবার আমি অজানা এক নেশায় মেতেছি
যদি  দুচার খান স্পর্শ আদর হয়ে নামে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...