অচেনা আগুন
........... ঋষি
=======================================
যেদিন আমি ঢুকবো
চেষ্টা করিস তোর দুর্গ সামলে রাখতে।
গোলাগুলি ,কার্তুজ ,আর বারুদের বিস্ফোরণ
তোর আগুন গুলো একসাথে রাখিস
কারণ আগুনকে আলাদা করে চেনা যায় না।
রাস্তার ধুলো ওঠে
সেই ধুলো চেটে ,বারুদের স্বাদ আর রক্তের নোনতা আমার ঠোঁটে।
গা ছমছমে কোনো নিশুতি রাতে
তখন প্যাঁচা ডাকবে।
আমার রাইডিং ল্যাম্পের তলায় দু চারটে কষ্ট দানা ঝাপটাবে
তারপর উড়ে যাবে।
সাবধানে থাকিস পেঁচার চোখ ,আগুনের লোভ
দুটোই মারাত্নক।
তোর বিছানা বালিশে লেগে থাকা স্যাকারিনের গল্প
আর বুকের ভিতর পিঁপড়ের কামড় ,গোল গোল চাকা
বুঝিস ক্ষত ?
যেদিন আমি ঢুকবো
সেদিন মোমের তৈরী প্রাসাদ গড়িয়ে নামা খিদে।
আকাশের গায়ে ছিল দিয়ে খুঁজে নিস্ কষ্ট পাখি কোনো আগুন খোর
ফিনিক্স ছুটে আসবে আগুনের বুকে
পারলে আটকে নিস্।
........... ঋষি
=======================================
যেদিন আমি ঢুকবো
চেষ্টা করিস তোর দুর্গ সামলে রাখতে।
গোলাগুলি ,কার্তুজ ,আর বারুদের বিস্ফোরণ
তোর আগুন গুলো একসাথে রাখিস
কারণ আগুনকে আলাদা করে চেনা যায় না।
রাস্তার ধুলো ওঠে
সেই ধুলো চেটে ,বারুদের স্বাদ আর রক্তের নোনতা আমার ঠোঁটে।
গা ছমছমে কোনো নিশুতি রাতে
তখন প্যাঁচা ডাকবে।
আমার রাইডিং ল্যাম্পের তলায় দু চারটে কষ্ট দানা ঝাপটাবে
তারপর উড়ে যাবে।
সাবধানে থাকিস পেঁচার চোখ ,আগুনের লোভ
দুটোই মারাত্নক।
তোর বিছানা বালিশে লেগে থাকা স্যাকারিনের গল্প
আর বুকের ভিতর পিঁপড়ের কামড় ,গোল গোল চাকা
বুঝিস ক্ষত ?
যেদিন আমি ঢুকবো
সেদিন মোমের তৈরী প্রাসাদ গড়িয়ে নামা খিদে।
আকাশের গায়ে ছিল দিয়ে খুঁজে নিস্ কষ্ট পাখি কোনো আগুন খোর
ফিনিক্স ছুটে আসবে আগুনের বুকে
পারলে আটকে নিস্।
No comments:
Post a Comment