Monday, April 10, 2017

মেট্রোপলিটন

মেট্রোপলিটন
.................. ঋষি
===============================================
সাদাকালো ছেড়ে এগিয়ে চলা সময়
এই  শহরের কোনো প্লেসেন্ট সারপ্রাইজ হয় না।
যা হয় সেটা শুধু অন্ধকার
এখানে ঋতু শুধু বদলানো মানুষের সময়ের নিরিখে মৃত্যুর পাণ্ডুলিপি।
মানুষ মিছিলে যায়
কোনো শ্মশানের শবদাহ পোড়ানোর গন্ধ মানুষের নাকে।

নর্দমা পেড়োনো  একটা বোবা শহর ঠাই  দাঁড়িয়ে থেকে ডাস্টবিনের পাশে
নিরুদ্দেশে হেঁটে যাওয়া পাগলা মুসাফির একলা দাঁড়িয়ে হাসে।
হঠাৎ চমকে উঠে কাঁদতে থাকে
বোবা শহর সাক্ষী নীরবতা ছড়ানো সুনসান রাজপথ।
অন্ধকার রাত্রির সার্পেন্টাইনলেনে লেনে সাপের দীর্ঘশ্বাস
আর ছোট ছোট খুপরিতে মানুষের।
না ফোঁড়ানো কাব্যগুলো এই শহরে মানুষের মনে অন্ধকার
হঠাৎ কোনো ফুটপাতে শিশু কেঁদে ওঠে।
মা ঠেলে সেই  শুকিয়ে যাওয়া মাইটা মুখে
খালি হাঁড়িতে লাগাতার লেগে থাকে রাজনীতি মিছিলের শ্লোক।
সময় বদলাচ্ছে , আরো বদলাচ্ছে শহর রিমিকি কায়দায়
কয়েকশতলার বাক্সবন্দী শহরে মানুষ গুলোর সম্পর্কও
ফাঁকা বাক্সের মতো।

সাদাকালো ছেড়ে এগিয়ে চলা সময়
এই শহরে দাউদাউ করা একটা খোদা সময় পুড়ছে।
হাজারো পথ চলা ফুটপাথে  ক্লান্তির পায়ের চাপ মানুষের
ক্রমশ আরো বাড়ছে।
সময় গুনছে দিন একটা মেট্রোপলিটন সিটি শুধু ফানুশের
আর মানুষের বিছানায় শুয়ে মানুষের ফসিল।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...