Thursday, April 27, 2017

তথাস্তু জীবন

তথাস্তু জীবন
............ ঋষি
=======================================
হঠাৎ অন্ধকার হয়ে আসা আকাশ
হৃদয়ের দেয়ালে ক্রমশ খসে পড়তে থাকা প্লাস্টার।
এবড়োখেবড়ো ক্ষতগুলো
ক্রমশ আগের মতো জীবিত হচ্ছে চলন্তিকা।
এ কোনো সংক্রমণ
যাতে হৃদয় পুঁজি করে হৃদয় হারানোর  ভয়।

বাইরের জানলা দিয়ে
এক রাশ মৃত শীতল হাওয়া আমার হৃদপিন্ডের দমবন্ধ দরজা।
শহরের পিঠে পিঠ লাগিয়ে খুঁজতে থাকা ছায়া নিশ্বাস
শহর থেকে দূরে আজ অবসন্ন।
আলো খঁজছি চলন্তিকা
আলো।
বাঁচার গভীরে লেগে যাওয়া বেঁচে থাকার লোভ
ক্রমশ তোর খোলা উষ্ণ বুকে খুঁজে পাওয়া আশ্রয়।
আজ নিজেকে অপরাধী মনে হয়
মৃত জীবনের লাশটাকে মাটিতে পুঁতে রাখলেই বেশ হতো।
বেশ হতো নিজের গভীরতায়
ডুবে মরে বলতে তথাস্তু জীবন।

হঠাৎ অন্ধকার হয়ে আসা আকাশ
বৃষ্টি আসন্ন বিকেলের শীতলতায় কেমন একটা গুম ভাব।
উদ্বাস্তু হৃদয়ের দরজায় লাগানো নো এন্ট্রি বোধ
আমি বোধ হয় মৃত আজ।
আমার কবিতা চলন্তিকা তুমি আজও সময়ে বিলীন
বেঁচে থাকার মুগ্ধতায় বাইরে বৃষ্টি এলো।

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...