Wednesday, April 19, 2017

জরুরত

জরুরত
............... ঋষি
================================================
সবুজ বসন্ত
নারী কোনো প্রশান্ত সাগরে নীল পদ্ম।
কবি মাহাত্ন লিখে যায় ,গীতিকার সুন্দর গান বানায়
চিত্রকর নিদারুন নারী রূপকে ছবিতে জ্যান্ত করতে থাকে ।
স্থপতি তার শক্ত লোহার আদরে নারীকে খোদাই করে
কিন্তু মানুষ ঈশ্বরূপে প্রণাম করে নারীকে অবহেলা করে।

খোলাম খুচির মত কোনো সামাজিক রীতিতে নারী জরুরত
একটা পথ ,একটা সময় ,একটা সভ্যতা গতিশীল নারীরূপী স্বার্থকতায়।
হাজারো কবির কলমে প্রেমের স্পর্শ
হাজারো শিল্পী উজাড় করে স্বপ্ন নারী শব্দের বর্ণনায়।
কিন্তু প্রথাগত কোনো আনুগত্য নারীকে শুধু চামড়ার দরে বিক্রি করে সমাজ
কত কোমরের মাপ,বুকে মাংস আছে তো।
কত সময়ের মাপ,আরে বিয়ে দিয়ে দিন এরপর তো বুড়ি
চলছে চলবে একটা সিস্টেম ,,,শুধুই জরুরত
একবার এই  সমাজ কখনো ভেবেছে
যদি একটিও নারী এই পৃথিবীতে না থাকে ,না থাকে এই পুরুষতান্ত্রিক মন্দিরে
কে পুজো দেবে কিংবা কে হবে পূজনীয় ,কে করবে স্নেহ পরম মমতায়।

সবুজ বসন্ত
নারী নিজস্ব পোট্রেটে ফুটে ওঠা সার্বিক রূপ , একটা সভ্যতা।
সৃষ্টির প্রথম লগ্নে প্রথম  সৃষ্টির অঙ্গীকার
শৈশবের প্রথম স্নেহের আঁচল,যৌবনে প্রথমে গভীরে স্পর্শ ,আর বার্ধক্যের সম্বল।
এই সভ্যতার সার্কেলে নারী শুধু জরুরত নয়
একটা ইন্দ্রিয়উর্ধ্ব বসন্তের স্পর্শ ,মানুষের জীবিত পরিচয়। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...