সময়ের আদর
............ ঋষি
=============================================
সময়ের প্রেমিকা নাকি দ্রাঘিমাংশে পৃথিবী
আল বেয়ে অনেক বেঁকে এঁদো গলি পেরিয়ে একটা বাড়ি।
যার চারিপাশে দুর্গন্ধ
জীবন যখন এগোতে এগোতে সময় খুঁজতে থাকে।
তখন পথে দেখা হয় চলন্তিকা তোর
ওই যে বাঁচার জন্য সুগন্ধ দরকার হয়।
চোখ মেলে এই শহরে প্রেম মুহূর্তের ধুলো
আর চোখ বন্ধ করলে হৃদয়ে অনেক কিলোমিটার দূরে একটা জীর্ণ সেতু ,
হৃদয়ের পারাপার
সে যে জ্যোৎস্না মোড়া স্বপ্নের দেশ একটা আলাদা গন্ধ।
তোর বুকের মিষ্টি গন্ধটা আমি যখন তখন পাই
একটা আবেশ লাগানো স্নেহ আমার চোখে মুখে গালে।
এই শহরে হৃদয়ের কারবার হয়
কিন্তু সবকটা ফুটোফাটা হৃদয়ে শুধু পরিচয়।
কিন্তু চলন্তিকা তুই পরিচয়হীন কোনো অনন্য
নীরব একটা স্পর্শ মেঘলা মনে।
সময়ের প্রেমিকারা দ্রাঘিমাংশ বেয়ে আমার ঝাঁকড়া চুলে
হাত বুলিয়ে আদর করে যায়।
নাম জানি না ,জানি না পরিচয়
আচ্ছা সম্পর্কের কি নাম দিতে হয় কিন্তু নাম ছাড়া ?
কিছু মিথ্যা নয়
কিছু সম্পর্কও নাম ছাড়া সময়ের আদর হয়।
............ ঋষি
=============================================
সময়ের প্রেমিকা নাকি দ্রাঘিমাংশে পৃথিবী
আল বেয়ে অনেক বেঁকে এঁদো গলি পেরিয়ে একটা বাড়ি।
যার চারিপাশে দুর্গন্ধ
জীবন যখন এগোতে এগোতে সময় খুঁজতে থাকে।
তখন পথে দেখা হয় চলন্তিকা তোর
ওই যে বাঁচার জন্য সুগন্ধ দরকার হয়।
চোখ মেলে এই শহরে প্রেম মুহূর্তের ধুলো
আর চোখ বন্ধ করলে হৃদয়ে অনেক কিলোমিটার দূরে একটা জীর্ণ সেতু ,
হৃদয়ের পারাপার
সে যে জ্যোৎস্না মোড়া স্বপ্নের দেশ একটা আলাদা গন্ধ।
তোর বুকের মিষ্টি গন্ধটা আমি যখন তখন পাই
একটা আবেশ লাগানো স্নেহ আমার চোখে মুখে গালে।
এই শহরে হৃদয়ের কারবার হয়
কিন্তু সবকটা ফুটোফাটা হৃদয়ে শুধু পরিচয়।
কিন্তু চলন্তিকা তুই পরিচয়হীন কোনো অনন্য
নীরব একটা স্পর্শ মেঘলা মনে।
সময়ের প্রেমিকারা দ্রাঘিমাংশ বেয়ে আমার ঝাঁকড়া চুলে
হাত বুলিয়ে আদর করে যায়।
নাম জানি না ,জানি না পরিচয়
আচ্ছা সম্পর্কের কি নাম দিতে হয় কিন্তু নাম ছাড়া ?
কিছু মিথ্যা নয়
কিছু সম্পর্কও নাম ছাড়া সময়ের আদর হয়।
No comments:
Post a Comment