Saturday, April 1, 2017

আর কতদিন

আর কতদিন
........... ঋষি
===================================================
কাটছে ক্রমশ বর্তমান আরো অতীতে
আরো অন্ধকার থেকে উঠে আসছে অনির্ণীত ভবিষ্যৎ তার আপন তালে।
আর কতদিন
এবার আমার সংরক্ষণ দরকার।
বিপন্ন ফসিল  ভেবে না হয় সাজিয়ে রাখো সময় কোনো অভিজাত জাদুঘরে।
কিংবা নিকেশ করো  শত্রু সেজে মৃত্যুবোমা।

নাগরিক সমস্ত আলোড়ন ভুলে গিয়ে  বাণপ্রস্থে যাব,
অন্তত ইচ্ছে স্বরূপ না হয় বার্ধক্য দরজায়।
মধ্য চল্লিশের পরিচিত যুবল লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে যাবে
বাঁধিয়ে রেখেছি দাঁত, ঠোঁট, লালা, লালসা।
না হয় একবার তোমার জন্য শুধু রূপকথায় যাবো
লিলিপুট দেশে তুমি কোন গ্যলিভার।
আমাদের ছোট নদী। চলে আঁকে বাঁকে , ছোট তার সাঁকো
সেই দেশে কোনো সদ্য প্রেম।
জোয়ারে ভাটায় আরো  ছোট সেই পৃথিবীতে আমি স্থির ঈশ্বরের চোখ।
কোনো জন্ম নয়,নয় কোনো মৃত্যু
শুধু অবধারিত এক ক্ষনিকের সফর নিজের ইশারায়।

কাটছে ক্রমশ বর্তমান আরো অতীতে
আরো অন্ধকারের মুখগুলো ভীষণ যেন চেনা মনে হয় বেলাশেষে।
আর কতদিন
এবার একটা ইন্তেকাল দরকার।
বিপন্ন হারিয়ে যাওয়া কোনো রূপকথার মতো জমতে থাকা ইচ্ছেগুলো
এইবার ছাপাবার সময় হলো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...