Wednesday, April 26, 2017

মৃত আতরের গন্ধ

মৃত আতরের গন্ধ
............... ঋষি
================================================
ঠিক কতটুকু পারি
মৃত্যুর বুক থেকে কেড়ে নেওয়া সুখটুকু নিজের করতে।
আমরা অনেকেই পারি
দৈনন্দিন নিজের মৃতদেহে মুখাগ্নির পর পাগলের মতো হাসতে।
এই সময় বাধ্য ছুঁয়ে নামা মৃত আতরের গন্ধে
জীবন নামক সেন্টের গন্ধ খুঁজতে।

কারোর আর্দ্রতাকাতর বুক থেকে অকস্মাৎ বৃষ্টি নামা
এই সময় পারে,,,, একাকী  পারাপার সময়ের ফাঁড়ি তুমুল দুর্যোগের রাতে।
ঘন্টা ,মিনিট ,সেকেন্ড চুঁয়ে নামা মৃত্যু
এই সময় পারে,,,, ভোরের বালিশে হঠাৎ স্বপ্ন খুঁড়ে অনায়াসে ঘুমিয়ে পড়তে।
নির্জনতা কোনো কবিতার মতো
তোমার বুক বেয়ে চলন্তিকা ঘামের মতো স্নেহ
এই সময় পারে,, সেইটুকু আশ্রয় জিভ দিয়ে চুষে মৃত্যুর মুখোমুখি হতে।
এটা মৃত্যুর কবিতা নয়
পারাপারে রেখে যাওয়া শুধু কুছ তো লোগ কেহেঙ্গে,,লোগোকে কাম হ্যা কেহনা।
এই সময় পারে ,,,সে টুকু সহ্য করে দিন রাত জ্বলতে
পুড়তে নিজের সাথে একলা নিরালায়।

ঠিক কতটুকু পারি
মৃত্যুর বুক থেকে তুলে আনা আশা বেঁচে আছি।
আমরা অনেকেই পারি
নিজেদের পাশ থেকে  সরিয়ে রাখতে পরিচিত আত্নীয়তায় নিজেকে।
কিন্তু কান্নার মৃত্যু হলে
নিজের মৃতদেহ আমরা কজন পোড়াতে  পারি। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...