Friday, April 7, 2017

এক ভীষণ জ্বর

এক ভীষণ জ্বর
........ ঋষি
============================================
এতগুলো দিন ফেলে এলাম তোকে চলন্তিকা
কিন্তু আর যে দিন কাটে না।
বুকের ভিতর একলা খেলনাবাটি। আমি রাজা আর তুই রানী।
আর মন ভরে না।
সামনে আরো গোটা আটেক দিন ,বুকের ভিতর জ্বালা
এক ভীষণ জ্বর ,কিছুতেই কমে না।

এত হাওয়া বইছিল  কাল রাতে, তবু জ্যাবজ্যাব ঘাম
পুড়ে চলা শরীরের রক্তে জ্বালা আর যেন এক প্রাচীন শোক  আঁকড়ে গোটা জীবন।
দু চোখের পাতা কেন এত ভিজেছিল জানি না
যেন তেমন সজল থাকে আরো দুই কি বাড়তে থাকা আড়াই বছর।
অরে গোটা আটক দিন ,এক যুগ প্রায়
বুকের খোলা জানলায় তোর সদ্য স্নান করা মিষ্টি গন্ধ ।
কানের কাছে ফিস্ ফিস্ রবি ঠাকুর
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে
– জানি নে জানি নে॥
অবলুপ্তির পথে হারানো সময়ের দুচারমূহূর্ত চর্বির চর্বন
বেঁচে থাকার নামন্তরে ভগ্নাংশের সুখ

এতগুলো দিন ফেলে এলাম তোকে চলন্তিকা
চুল খুলছিস, ভুল ভুলছিস , সত্যি কি কেউ সত্যিকারের থাকে।
তোর ভুলে আমার শরীর জড়িয়ে নিয়ে
তাকিয়ে  দেখ  পেরিয়ে এলাম  দীর্ঘ একটা সবুজ জীবন।
জলের নদী শুকিয়ে যায় ,শুকিয়ে যায় চোখে পাতায় লুকোনো না বলা
চলন্তিকা তোর  বুকের  গভীর খাতে আমার জ্বালা বাড়ে, বেড়েই চলে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...