Monday, April 3, 2017

অস্থির আলাপন

অস্থির আলাপন
,,,,,,,,,,, ঋষি
==============================================
তোমার অঙ্গারে হাত রাখবো বলে
বেরিয়ে পড়েছি ঠিকানাহীন নিরুদ্দেশে কোনো সবুজ জঙ্গল।
জঙ্গল পেরিয়ে নদী
ছলাৎ ছলাৎ বেঁচে থাকার আর নিজেকে ভেজাবার।
 যেন জন্মান্তরের পূর্ণ স্নান সারা হবে তোমার অঙ্গারে
 যে স্পর্শে শিশ্নবাহুল্য থাকে, ক্ষতওয়ালা ত্বক আর পুরোনো ব্যাধি।

প্রেম  কি নীরব হয়
শুধু দাগ থেকে যায় পুরনো প্রবাহ শুকোবার পরে।
প্রেম  সহসা নেমে এলে মৃত্যু-কুয়াশা-পরাগ
অবসন্ন আঘাতে কোনো তীরন্দাজ নিজের জ্যা শূন্য করে।
তীর ছুটে যায় ধর্মরাজ যুধিষ্ঠিরের দিকে
কে তবে সবচেয়ে দ্রুতশীল এই পৃথিবীর মায়ায়।
হা ঈশ্বর
সে যে মন।
সেই মন কেমন করে
কায়াহীন ধোঁয়া কতটুকু জানে আমাদের এ জীবনের সংগ্রাম সংকেত।
আমার দুঃসহ  জীবিত কালিতে ,চোখের মায়া ,স্পর্শ আদর
ঈশ্বর  .. বারেক তাকাও ... প্রেম ঝুলিতে

তোমার অঙ্গারে হাত রাখবো বলে
চারিপাশে ধোঁয়া  ওঠা ধুরন্ধর কিছু অজ্ঞাত নীরবতা।
জঙ্গল পেরিয়ে নদী
নদীতে বাঁধা মাঝি নৌকা ,মাঝদরিয়া রাত ,জংলী আদর।
যেন জন্মান্তরে আমি নীরব কবিতা হই
আর তুমি হও আমার সেই পাঠিকা ,, অস্থির আলাপন।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...