আকাশের চাঁদে
.......... ঋষি
============================================
নতুন সুভা দেখবো বলে অপেক্ষা
আকাশের চাঁদ জানে সে শুধু কল্পিত কোনো পরাধীন ছায়া ।
আদর চাদরে নিশিমায়া তোর বুকে অলৌকিক জাজিম বিছোয়
আমি সোহাগের আদোরে নির্দ্বিধায় এক সময় ।
আমার কাহিনী জুড়ে ঝরা পালকের ভিড়
নিরুপায় এই সময় ।
সবাই তো ফেরেনা ঘরে, আকাশও জানে সে কাহিনী
ক্রমাগত উড়ে যেতে যেতে একদিন করো কারো ডানা থেমে যায়।
নিরুপায় সেদিন মনে পরে পুরোনো সেই ঝরা পালকের ভিড়
টুকরোটাকরা স্মৃতি ছুঁয়ে যাওয়া।
আমার রজনী জুড়ে ম্লান নিওনের সাথে পূর্ণ চাঁদের আশিয়ানা
সেও এক সুখ।
সুখ খুব পেয়ে গেছি বলে এ জীবনে এবার
একদম চুপ।
অপেক্ষা দাঁড়িয়ে থাকা খোলা জানলায় থুতনি রেখে
ছুঁয়ে যাওয়া বারংবার তোর বুকের শেওলা গন্ধ।
নতুন সুভা দেখবো বলে অপেক্ষা
জীবনের পৃষ্ঠা উল্টে দেখি ঘনিয়ে এসেছে উপসংহার
অবশেষে ছুঁয়ে থাকা স্পর্শ গুলো তোর গোলাপি লিপস্টিক ঠোঁট ছুঁয়ে
আঁকতে থাকি।
জানিস তো তোর হাসির জন্য হাজারোবার মরে যেতে পারি
শুধু একলা আকাশের চাঁদে ।
.......... ঋষি
============================================
নতুন সুভা দেখবো বলে অপেক্ষা
আকাশের চাঁদ জানে সে শুধু কল্পিত কোনো পরাধীন ছায়া ।
আদর চাদরে নিশিমায়া তোর বুকে অলৌকিক জাজিম বিছোয়
আমি সোহাগের আদোরে নির্দ্বিধায় এক সময় ।
আমার কাহিনী জুড়ে ঝরা পালকের ভিড়
নিরুপায় এই সময় ।
সবাই তো ফেরেনা ঘরে, আকাশও জানে সে কাহিনী
ক্রমাগত উড়ে যেতে যেতে একদিন করো কারো ডানা থেমে যায়।
নিরুপায় সেদিন মনে পরে পুরোনো সেই ঝরা পালকের ভিড়
টুকরোটাকরা স্মৃতি ছুঁয়ে যাওয়া।
আমার রজনী জুড়ে ম্লান নিওনের সাথে পূর্ণ চাঁদের আশিয়ানা
সেও এক সুখ।
সুখ খুব পেয়ে গেছি বলে এ জীবনে এবার
একদম চুপ।
অপেক্ষা দাঁড়িয়ে থাকা খোলা জানলায় থুতনি রেখে
ছুঁয়ে যাওয়া বারংবার তোর বুকের শেওলা গন্ধ।
নতুন সুভা দেখবো বলে অপেক্ষা
জীবনের পৃষ্ঠা উল্টে দেখি ঘনিয়ে এসেছে উপসংহার
অবশেষে ছুঁয়ে থাকা স্পর্শ গুলো তোর গোলাপি লিপস্টিক ঠোঁট ছুঁয়ে
আঁকতে থাকি।
জানিস তো তোর হাসির জন্য হাজারোবার মরে যেতে পারি
শুধু একলা আকাশের চাঁদে ।
No comments:
Post a Comment