Saturday, April 1, 2017

একটা মানুষ

একটা মানুষ
==================================================
একটা মানুষ দেখতে চেয়েছিলাম
এই সভ্যতার মরুপ্রান্তরে অনেকগুলো ছোট ছোট ঘর আর প্রচুর বোধ।
নিয়ম ,সমাজ আদলে বাড়তে থাকা কার্বনডাঅক্সাইডে
চোখটা আজকাল জ্বালা করে।
মনের ভিতর মানুষের খোঁজ ,আরো গভীরে একটা আকুলতা
মানুষ কি শুধু হোমস্যাপিয়ান হয়ে থেকে গেলো।

 এমন একটা মানুষ
আগুনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সেই মানুষ পুড়বে
সময় বলবে ওকে ছুঁয়ো না, দাহ্য হবে মুখোশের আলগা হাসি।
বরফের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সেই মানুষ জমবে
সময় বলবে ওকে ছুঁয়ো না, স্তব্ধ হবে নাগরিক  হৃৎপিণ্ড।
আমরা  তখন সবাই একসাথে মরা পোড়াতে যাবো
যেখানে  স্ট্রবেরি গড়িয়ে পড়বে তরুণীর ঠোঁট বেয়ে
গিলিগিলি যে যাদুকরের টুপির ভিতর থেকে বেরিয়ে আস্ত  খরগোস।
সকলে তেল দেবে নিজেদের অন্তর্বাসে
আর সেই মানুষ কারো দিকে ফিরে তাকাবে না  শুধু হাঁটবে কোনো প্রতিবাদী মিছিলে।
তখন সেই স্ট্রবেরি গড়ানো তরুণী কাঁদবে
ম্যাজিশিয়ানের ছড়ি সত্যিকারে সময় আঁকবে
আর অন্তর্বাসে তেল নয় ,তেল দেওয়া হবে  বাঁচতে চাওয়া এই সভ্যতাকে।

একটা মানুষ দেখতে চেয়েছিলাম
যার জন্য আমরা সবাই  গান গাইব, জয়ধ্বনি দেব সময়ের দূত।
যার সুর শহরের সকল বাঁশিওয়ালার বাঁশিতে  ইঁদুরের বিষ
সব ইঁদুরগুলো এক এক করে মরে যাবে ধর্ষিত সেই মেয়েটার মতো।
আগুনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এ সভ্যতা তখন আগুনের
বরফের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এ সভ্যতা তখন বড় শান্তির। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...