Saturday, April 22, 2017

একবুক আকাশ

একবুক আকাশ
........... ঋষি
==============================================
একবুক আকাশ
অনেকটা সময় আগে পড়েছিলাম এই কথাটা কোনো উপন্যাসে।
আজ উপন্যাসের ছেঁড়া পাতাগুলো  পরে সময়ে গুম ঘরে
অন্ধকার কিছু আছে
তবু তৃপ্তি নির্লিপ্ত কাঙালিপনা।

শুধুই  চাই চাই চাই
সময়ের সাময়িকীতে রক্ত গঙ্গা বয়ে যায়।
ছুটে চলেছে নগর সবুজ থেকে দূরে
ছুটে চলেছে শৈশব আনন্দের থেকে দূরে,
শুধু বাড়তে থাকা ভিখিরি এই শহরের রোজনামচায়
স্বাবাভিক।
সময় বদলায় শতাব্দীর মোড়ে মোড়ে
তবু সাময়িক বিজ্ঞাপনে নারী পণ্য হয়ে যায়।
হয়ে যায় শিক্ষা কোনো পয়সা কমানোর মেশিন
এই সভ্যতা কৃত্রিম আদর্শ অবলম্বলে আদর ভুলে গেছে।
সেখানে ভালোবাসার খোলা বুক শুধু বিছানায় কামার্ত করে
কিন্তু মানুষের তৃষ্ণা অংকুরের মরে  গেছে।

একবুক আকাশ
অনেকদিন আগে সেই ফেয়ারি টেলে পড়া সুন্দরী রাজকন্যা।
আজকাল পথ চলতে প্রায়শই  রাজকন্যা দেখতে পাই
আসলে চশমার পাওয়ার বেশি তাই ভুল দেখি হয়তো
ওদের মধ্যে রাজকীয়তা রয়েছে কিন্তু সেই মাটি নেই। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...