Saturday, April 1, 2017

সত্যি মিথ্যে

সত্যি মিথ্যে
.......... ঋষি
================================================
অনেকগুলো কথা আটকে আছে গলার কাছে
নিত্য এই অশান্তি জীবনের সত্যিগুলো সব নিজস্ব ভঙ্গীমায় নিদ্রায়।
আর মিথ্যাগুলো শুধু  গায়ে আটকে থাকে
কেউ অফিস ফেরত টিভির পর্দায়।
কেউ সংসার করে ,কেউ বাজারে যায় ,কেউ ভাত খায়
কিন্তু সত্যিগুলো আকাশে উড়তে থাকে।

হঠাৎ আনমনে মুখথুবড়ে পরে
হঠাৎ মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মাঝরাস্তায় এক অসস্ত্বি।
এই নাগরিক জীবনে আয়নায় দেখা চেনা মুখ
দশটা,পাঁচটা ,মোহনমাগন ,ইস্টবেঙ্গল ,ইন্ডিয়া কে তোহার আইপিএল
সব মিথ্যা লাগে ,ভীষণ মিথ্যে।
উড়তে উড়তে আকাশে সত্যিগুলো হাতছানি দেয়
কেউ কেউ নীল আর্মস্ট্রং হয়ে চাঁদে পা রাখে।
চাঁদের বুড়ি চরকা কাটতে কাটতে রূপকথা হয়ে যায়
কখনো চাঁদের গায়ে কলঙ্ক।
বড়ো একা লাগে
রূপকথাগুলো নিজের কাছে স্বপ্ন মনে হয়।
আর মিথ্যেগুলো সব যাপন
অনেকগুলো সত্যি দমবন্ধ করে ফুঁপিয়ে কাঁদে।

অনেকগুলো কথা গলার কাছে টুটি চিপে ধরে
বলতে বলতে আনমনে হঠাৎ কোথা থেকে চলন্তিকা চেনা কবিতায়।
মুখ টিপে হাসে ,চেনা আমন্ত্রণ ,খুব সত্যি
তারপর মারাত্নক ঝড় ,দুর্যোগ  ,সব মিলেমিশে অন্ধকার রাত।
হাতড়াতে থাকে সত্যিগুলো নাভিশ্বাসের মতো
আর মিথ্যাগুলো আসলে জীবন থেকে যায়। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...