তোমার ছন্দে
............ ঋষি
===================================================
কোনো মহান কবির কবিতার মতো
তুমিও নেমে এসো কালবৈশাখী লোকালের এই গ্রীষ্মের বুকে।
তোমার বলা ছন্দগুলো
এই শহরের কালিমায় ল্যাম্পপোস্টের সজল আলো।
আর তোমার হেঁটে আসার ভঙ্গি
হঠাৎ দুম করে খালি হয়ে যাওয়া শহরের রাজপথ কিংবা জাদুঘর।
তোমার আঙিনা জুড়ে মেধা থাকে, বিপ্লব, বিল্বপত্র
এত কিছু দিয়ে কি করে সাজাও এই শহরের কৃত্রিম ধুলোমাখা মানুষের মুখ।
যে রাতে হাওড়া ব্রীজ স্তব্ধ কোনো আপোষকালীন রাজনৈতিক বন্ধ
সেদিন সন্ধ্যায় গঙ্গার ১২ নম্বর সেতুতে পাওয়া যায় এক যুবকের লাশ।
তুমি অবাক হয়ে দেখো আমার মুখের দিকে
ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম. নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন. তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
আহা কবিগুরু একবার নন্দনে এসো
আকণ্ঠ সুধা পান করার পর কোনো খালি আবৃত্তিশালায় চিৎকার করি।
মোড়ে যাওয়া মানুষের প্রতিবাদ একবার স্মরণ করি
চলন্তিকা তুমি একবার প্রেমের কবিতা হয়ে দেখো
কিন্তু আমি তখন শব।
কোনো মহান কবির কবিতার মতো
বুকের কাছে লেগে থাকুক বিয়োগের সুখ ,শুধু বিয়োগের।
তোমার চলার ছন্দে আকণ্ঠ নেশা
এক পাগল কবির আবদারে তুমি জীবিত একটা গোটা শহর।
আরো আলো হল চারিপাশে
এই শহরের নোংড়া বস্তিগুলো ডিটারজেন্ট দিয়ে ধোঁয়া হোক।
............ ঋষি
===================================================
কোনো মহান কবির কবিতার মতো
তুমিও নেমে এসো কালবৈশাখী লোকালের এই গ্রীষ্মের বুকে।
তোমার বলা ছন্দগুলো
এই শহরের কালিমায় ল্যাম্পপোস্টের সজল আলো।
আর তোমার হেঁটে আসার ভঙ্গি
হঠাৎ দুম করে খালি হয়ে যাওয়া শহরের রাজপথ কিংবা জাদুঘর।
তোমার আঙিনা জুড়ে মেধা থাকে, বিপ্লব, বিল্বপত্র
এত কিছু দিয়ে কি করে সাজাও এই শহরের কৃত্রিম ধুলোমাখা মানুষের মুখ।
যে রাতে হাওড়া ব্রীজ স্তব্ধ কোনো আপোষকালীন রাজনৈতিক বন্ধ
সেদিন সন্ধ্যায় গঙ্গার ১২ নম্বর সেতুতে পাওয়া যায় এক যুবকের লাশ।
তুমি অবাক হয়ে দেখো আমার মুখের দিকে
ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম. নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন. তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
আহা কবিগুরু একবার নন্দনে এসো
আকণ্ঠ সুধা পান করার পর কোনো খালি আবৃত্তিশালায় চিৎকার করি।
মোড়ে যাওয়া মানুষের প্রতিবাদ একবার স্মরণ করি
চলন্তিকা তুমি একবার প্রেমের কবিতা হয়ে দেখো
কিন্তু আমি তখন শব।
কোনো মহান কবির কবিতার মতো
বুকের কাছে লেগে থাকুক বিয়োগের সুখ ,শুধু বিয়োগের।
তোমার চলার ছন্দে আকণ্ঠ নেশা
এক পাগল কবির আবদারে তুমি জীবিত একটা গোটা শহর।
আরো আলো হল চারিপাশে
এই শহরের নোংড়া বস্তিগুলো ডিটারজেন্ট দিয়ে ধোঁয়া হোক।
No comments:
Post a Comment