Friday, April 21, 2017

হ য ব র ল (১)


হ য ব র ল (১)
...... ঋষি
==========================================
ধ্বংস
--------------------------------------------------
সকলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি
একটা সভ্যতা পা পিছলে পরে কিভাবে যেন স্তইন্য।
নিজের মাকে  আজকাল জিনসের প্যান্টে অদ্ভুত বেমানান লাগে
একটা সভ্যতা কেমন যেন ছাগলের মতো মা মা করে
কিভাবে যেন আমরা আরো পিছিয়ে যাচ্ছি।
.
স্বপ্ন
----------------------------------------------------------
কাগজের উড়োজাহাজের স্বপ্ন দেখি
রাষ্ট্র নাকি গড়েরমাঠে জমে যাওয়া কোনো আবদার।
আর শিক্ষা সে তো নন্দনে
শালা সকলে শুধু নিজেকে খুঁজছি কোনো ঘোড়ার ক্ষুরে লোহার বাহানায়।
যদি দরজায় টাঙাবো
মা তাকাবে না ,বাবা বলবে না সদা সত্যি কথা বলো।
শুধু সময় বলবে
বানচোদ অনবরত ।
.
নিরুদ্দেশ
...................................................................
বাউল বাবাজি সকলকে ছুঁয়ে যায়
রবিঠাকুর শুধু বইয়ের ভিতর যন্ত্রনায় কাদম্বরী।
শুধু কাদম্বরী প্রেম শুয়ে পরে সময়ে
দেওয়ালের উপরে পেচ্ছাব করে কুকুরের অদম্য স্বাদ।
শালারা শুধু ধর্মের কথন গায়
অথচ  রোজ বিছানায় হতমৈথুনের আরো বেশি প্রেমাতুর।
শুধু ভন্ড নগরে আবর্তনের যোগ
,মুনাফায় লেখা প্রিয় রাশিফলে চোখ।
.
সময়
.....................................................................
সকলে সৃষ্টির নামে  কৃত্রিম ফেয়ারনেস ক্রিম  মাখে
বুকের সাইজে ,শুধু বুক বানিয়ে ছুটে  যায় অদম্য ক্যাট ওয়াকে ।
নিজের সভ্যতাকে আজকাল বেশ্যা মনে হয়
শুধু মায়ের দিকে তাকালেই কান্না পায়
মায়ের স্তনে কালসিটে সময়ের নখের। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...