Wednesday, April 5, 2017

মানুষ ঈশ্বর

মানুষ ঈশ্বর
.............. ঋষি
============================================
ভালোবাসা যদি সম্পূর্ণতা পায়
তবে সেখানে ঈশ্বরের কি কাজ ,ঈশ্বর সেখানে কর্মচ্যুত।
যে সমাজে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বেকার
খবরের কাগজে ছড়াছড়ি খুন ,জখম ,রাহাজানি ,ধর্ষণ।
সেখানেই ঈশ্বরের প্রয়োজন
আসলে ভালোবাসা নিজেই ঈশ্বর আর পূজনীয় হৃদয়ের বেশে।

রক্তাক্ত রঙ্গমঞ্চ থেকে যে শ্রমিক ছাটাই হয়ে যায়
কখনো উঁকি মেরেছো তার ঘরে ,উঁকি মেরেছো তার মাটির হাঁড়ির ক্ষুদার্থতায়
তার সন্তানেরা কি হবে। কি করবে তারা ?
অভাব কাছ থেকে দেখা ছেলে গুলো বড় হলে চোর, ডাকাত ,পকেটমার
আর ভালো হলে রিকশাওয়ালা , জুতো পালিশ ,কিংবা হোটেলের বয়।
আর মেয়েরা হয়তো সোজা রাস্তায় গিয়ে দাঁড়ায়
কিংবা হলে ট্যাপার মা কিংবা লক্ষীর,কাজের মাসি ,প্লাস্টিক কুড়ানি।
আসলে চাকা ঘুরছে ,সময়ের চাকা বিবর্তনের সাথে রূপ বদলাচ্ছে
সমাজ চিৎকার করছে সমাজপতিদের গলায়,
মিড ডে মিল,নারী শিক্ষা , সমাজের উন্নয়ন আর লাল নীল ঝান্ডা।
ঈশ্বর বলছেন গভীরে যায়
নিজেদের অবস্থান বদলাবার জন্য নিজেরা বদলাও।

ভালোবাসা সম্পূর্ণতা পেলে
একটা দেশ বদলে যাবে ,একটা সমাজ বদলে যাবে ,আর জীবনগুলো ঈশ্বর।
যে সমাজ লাইনে দাঁড়িয়ে চিৎকার করে খিদে
সেখানে কেউ ধর্ষণ হবে না ,বেকার থাকবে না ,থাকবে না ঈশ্বর।
মানুষ সেদিন ঈশ্বর হবে
আর মানুষের ধর্ম আরো বেশি ঈশ্বর তৈরী করবে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...