কোনটা বাঁচা
.......... ঋষি
=============================================
দিনরাতের চর্যাপদটা আজ থাক
সেগুলো না অন্য দিন শুনবো।
আজ তুমি বুঝে নিও একটা তফাৎ ডুয়ার্স আর সুমুদ্র বিলাসের
আজ তুমি দেখে নিও তফাৎ মানুষ আর প্রতারণার।
তুমি বোধ হয় বোঝো না যার নাম ভালো থাকা
তার নাম চিরকাল একলা।
সমস্ত কাল ঠেকে উঠে আসে আঁখের রস
ক্রমশ আরো মিহি হতে হতে সুইট কেলেঙ্কারি হয়ে যায়।
আসলে রাম রাজত্বে ,রাম তো মরে গেছে কবে
রেখে গেছে আমার তোমার মতো খেলার পুতুল আর যুদ্ধটা কি বেশ নাম রামায়ণে ?
সেই একই রকম সীতা আজও মাটির দিকে তাকিয়ে থাকে
আর মৃত রাম করে অপেক্ষা।
নিদারুন কোনো দিনে মানুষগুলো মানুষ ঠকাতে ব্যস্ত
ব্যস্ত নিজেদের মাঝে হারা জেতা খেলায়।
কে জিতছে ,কি জিতছে ,কেন জিতছে অধিকাংশ তাই বোঝে না
শুধু জিততে চায়।
জিততে জিততে ক্রমশ মানুষগুলো হারাচ্ছে হেরে যাওয়ার হ্যাবিট
কিন্তু হেরে যাওয়া তো স্থির সেটা মৃত্যু ,
আর বাকিটুকু বেঁচেথাকা মানুষ ভুলে গেছে।
দিনরাতের চর্যাপদ আজ থাক
সেগুলো না হয় আমি অন্য কোনোদিন দেখবো।
আজ তুমি দেখে নিও তফাৎ একটা চিড়িয়াখানা আর এই সমাজের
আজ তুমি বুঝে নিও তফাৎ তুমি আর তোমার আয়নার।
আসলে আমিও আয়না দেখতে দেখতে হাঁপিয়ে গেছি
চিনতে পারি না কোনটা জঙ্গল আর কোনটা বাঁচা।
.......... ঋষি
=============================================
দিনরাতের চর্যাপদটা আজ থাক
সেগুলো না অন্য দিন শুনবো।
আজ তুমি বুঝে নিও একটা তফাৎ ডুয়ার্স আর সুমুদ্র বিলাসের
আজ তুমি দেখে নিও তফাৎ মানুষ আর প্রতারণার।
তুমি বোধ হয় বোঝো না যার নাম ভালো থাকা
তার নাম চিরকাল একলা।
সমস্ত কাল ঠেকে উঠে আসে আঁখের রস
ক্রমশ আরো মিহি হতে হতে সুইট কেলেঙ্কারি হয়ে যায়।
আসলে রাম রাজত্বে ,রাম তো মরে গেছে কবে
রেখে গেছে আমার তোমার মতো খেলার পুতুল আর যুদ্ধটা কি বেশ নাম রামায়ণে ?
সেই একই রকম সীতা আজও মাটির দিকে তাকিয়ে থাকে
আর মৃত রাম করে অপেক্ষা।
নিদারুন কোনো দিনে মানুষগুলো মানুষ ঠকাতে ব্যস্ত
ব্যস্ত নিজেদের মাঝে হারা জেতা খেলায়।
কে জিতছে ,কি জিতছে ,কেন জিতছে অধিকাংশ তাই বোঝে না
শুধু জিততে চায়।
জিততে জিততে ক্রমশ মানুষগুলো হারাচ্ছে হেরে যাওয়ার হ্যাবিট
কিন্তু হেরে যাওয়া তো স্থির সেটা মৃত্যু ,
আর বাকিটুকু বেঁচেথাকা মানুষ ভুলে গেছে।
দিনরাতের চর্যাপদ আজ থাক
সেগুলো না হয় আমি অন্য কোনোদিন দেখবো।
আজ তুমি দেখে নিও তফাৎ একটা চিড়িয়াখানা আর এই সমাজের
আজ তুমি বুঝে নিও তফাৎ তুমি আর তোমার আয়নার।
আসলে আমিও আয়না দেখতে দেখতে হাঁপিয়ে গেছি
চিনতে পারি না কোনটা জঙ্গল আর কোনটা বাঁচা।
No comments:
Post a Comment