Friday, April 7, 2017

কোজাগরী চাঁদ

কোজাগরী চাঁদ
......... ঋষি
============================================
যেভাবে তোমার দিকে দেখলে তুমি পূর্ণ হবে
কোজাগরী পূর্ণিমার চাঁদ পাহাড়ের উপর।
ম্যাডাম আমি শৈশবে ফেলে আসা ঘোড় দৌড়ের মাঠে
তোমার সেই আদিম ঘোড়ার ক্ষুর।
তোমাকে সাজাতে সাজাতে ম্যাডাম আমি পার করে এলাম
আজ কতযুগ ,বদল এই দুনিয়া।

তোমাকে দেখবো বলে কলেজস্ট্রীট ,শ্যামবাজার ,হাতিবাগান
নিজস্ব স্টাইলে তন্ময়ী যুবতী তুমি।
তোমার সেই আঁচল ফেরা হাসি ,গালের লুকোনো তিল
কোথাও নেই।
খুঁজে চলেছি গড়িয়াহাটের মোড় ,বেন্টিং স্ট্রিট
কিন্তু সেই ১১৭ বি ,বাবলাতলা যেন ,শ্যামলী কোচিং সেন্টার
না ম্যাডাম পাই নি।
ফেরারী অছিলায়
শহরের সারাদিন সিঞ্চিত তাপ নিয়ে, ছুটে যাই  হাওয়া বাবুঘাটে, প্রিন্সেপে।
তোমার কনিষ্ঠা কন্যার সাথে আমিও বিলাস ব্যাকুল  হই
এক নৌকা সন্ধ্যে গঙ্গার বুকে  ছদ্মবেশে
কিন্তু তোমাকে কি পেলাম ,,সে ভুবন মোহিনী হাসি।

যেভাবে তোমার দিকে দেখলে তুমি সেই কলেজ ফেরত নারী
চশমার কাঁচে ,তোমার বাসন্তী রঙের শাড়ি ,ঝোলা ব্যাগ।
ম্যাডাম আমি শৈশবে ফেলে হাফ প্যান্ট
প্রথম তোমায় বুঝতে শেখা অবাক নারী পরিচয়।
তোমাকে খুঁজতে খুঁজতে আজ মধ্য চল্লিশের যুবক অবাক জ্যোস্নায়
কোজাগরী  পুর্ণামার চাঁদ শুধু তোমার পরিচয়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...