Wednesday, April 12, 2017

ঈশ্বরের কৃপা

ঈশ্বরের কৃপা
........... ঋষি
=================================================
ঈশ্বর  হতে চাও
চলে যাও  কোনো সংসারী গৃহস্থের হাঁড়িতে।
সন্ধ্যের আলো নেভার পর
যে প্রেম বাড়তে থাকে।
আর সূর্য যখন মাথার উপর তখন হাঁড়ি খালি
প্রেম চৌরাস্তায় দাঁড়িয়ে।

ঈশ্বর আর প্রেমের মাঝে তফাৎ কি ?
আসলে দুটোই হৃদয় গড়িয়ে নামে ঠিক যেন বৃষ্টির ফোঁটা।
নিজের নগ্ন আয়নায় বাথরুম শাওয়ারে
তুমি ঈশ্বর পেতে পারো কারণ ঈশ্বর তখন  তোমার আয়নায়।
খুব হাসি পায় জানো
চারিদিকে চেনা নাটকের জোকারের হাসি।
খুব কষ্ট হয় জানো যখন সম্পর্কও একলা দাঁড়ায় রাস্তায় প্রেমের পাশে
কি অদ্ভুত ভাবে চেয়ে থাকে অনন্ত ইচ্ছার  দিকে।
আমি ঈশ্বর হতে চাই নি কোনোদিন চেয়েছি মানুষ হতে
কিন্তু মানুষের সময় মানুষকে ঈশ্বর করে।
করে নকল মূর্তির ব্যাপারী
করে তোলে জলজ্যান্ত কোনো অভিনয়ের অঙ্গ।

ঈশ্বর হতে চাও
চলে যায় কোনো গৃহস্থের হৃদয়ের গভীর আঙিনায়।
পাশাপাশি শুয়ে থাকা ইচ্ছার ,বিছানা,বালিশে মাখামাখি প্রেম
হঠাৎ ফুরোতে থাকে সত্যি ঈশ্বরের কৃপায়।
তখন ঈশ্বর চৌরাস্তায় তোমার আমার মতো ব্যস্ত বেঁচে থাকা
আসলের  মুখোশে অনেকটা অভিনয় শেখায়। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...