Thursday, April 20, 2017

সামান্য অংশ

সামান্য অংশ
......... ঋষি
===================================================
অনেকটা পথ পেরোনোর পর
ফাঁকা উঠোনে আজকাল বাড়ন্ত কিছু ভাবনার ভিড়।
উড়ন্ত  খৈগুলো সব বাড়ন্ত খিস্তি খাস্তা মনের ভিতর
এখনও  ছায়ার পর ছায়া জমে  ভাঙন ধরা।
নিয়ম দিয়ে জুড়ে থাকা  সম্পর্কর নড়বড়ে সেতু
তার তলায় হাজার হাজার সংলাপের ফিসফিসানি।

চলন্তিকা আকাশের দিকে তাকাও
আমার অন্তরে জমে থাকা তোমার না বলা হৃদয়ের সুক্ষ তারগুলো বাজছে।
একটা সিম্ফনি ,একটা অদ্ভুত মায়া ক্রমশ ছায়া
জমতে জমতে তোমার চোখের কালিতে অজস্র অযুতনিযুত স্পর্শ।
আমি সেই অভিমানী মেয়েটাকে চিনি
যার ভিতরে অজস্র আগুনের দাবানল সময়ের বুকে অজস্র যন্ত্রনা।
আমি সেই আগুনটাকে চিনি
যাকে স্পর্শ করে সভ্যতার প্রথম প্রয়োজনীয় আত্নীয়তা।
চলন্তিকা আকাশের দিকে তাকাও
দেখো দূরে কোথাও মেঘ জমছে বুকের ভিতরে সিম্ফনি
টাপুর টুপুর বৃষ্টি পরে নিজের সাথে নিজের আবদার।

অনেকটা পথ পেরোনোর পর
 শীর্ণ জীর্ন  হৃদয় তোরণের  ঠিক উল্টোদিকে ক্ষয়ে যাওয়া একটা অায়না।
একটা মুখ আজকাল সময় সসময় বড় আদর করে
ভুলে যায় নিঃস্বতা ,ভুলে যায় সময়ের মর্ম ,শুধু দরবারী বিসমিল্লার সুর।
জানি একটি অহংকার একটি মনকে‌ বিদায় জানিছে
কিন্তু আমি চলন্তিকা আজও অপেক্ষায় তোমার সেই আকাশের উঠোনে।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...