Wednesday, April 19, 2017

নুন আন্তে পান্তা ফোরানো

নুন আন্তে পান্তা ফোরানো
.............. ঋষি
=============================================
নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার গল্প
প্রতিবাদ শব্দটা মানুষের কাছে কেমন যেন সময়ের দালাল।
একের পর এক লাশ পুড়ছে
কিন্তু সবচেয়ে মজার হলো জীবিত আর মৃতের মাঝে লাশ শব্দটা।
কি করে জানি একটা জীবন্ত শহর লাশ হয়ে যায়
অথচ এই জীবনের  পঞ্চ রিপু আর মানুষের হাজারো পরিচয়।

নুন আনতে মানুষ ছুটছে
রাস্তার কুকুরের সাথে প্রতিবাদ শহরের ডাস্টবিনে খিদে খুঁজছে।
বিকট বাজে গন্ধ না পুড়তে পারা পচা গলা লাশ
অভিনয় নিজের আয়নায়।
শহর জানে একটা নাগরিকজীবন টিপটপ ক্যামেরার লেন্সে প্রেমিকার ঠোঁট
বেশ লাগে দেখতে।
কোনো ঠান্ডা সিনেমাঘরে অবৈধ নরম প্রেমিকার বুকে পপকর্ণ ঠুসতে
দারুন লাগে জীবন।
কিন্তু সেই প্রেম যদি পুড়তে পুড়তে শহরের কোনো বাসি লাশঘরে পরিচয়হীন
সময় হাসছে মানুষ।
এই শহরের প্রেমে শুধু দরকারি সম্পর্কের মত বাসি রজনীগন্ধা
শুধু মানুষের বাঁচার লোভ।

নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার গল্প
মানত দরে বেঁধে রাখে জৈবীক ঢিল পরাশ্রয়ী গাছের ডালে ঈশ্বর ।
একের পর এক ঋতুবাহী মানুষের ইচ্ছা
আর সময়ের দালালদের হুঙ্কার ঈশ্বর নিরুপায় একটা তৃতীয় শ্রেণী।
আর কতদিন মানুষ ,সভ্যতা  আর মৃত লাশ
সকলেই শুধু একে ওপরের দিকে তাকিয়ে অভিনয়ে মত্ত। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...