Friday, May 8, 2015

দেবী

দেবী
.............. ঋষি
=======================================
নিষ্ঠাবতী মানসী আজ দেবী হতে চায়
জীবিত উপেক্ষার অবমাননায় দেবী উপস্থিত।
সমাজের প্রতি কোনে হাজারো উপেক্ষায় দেবীর ঘট স্থাপন
দেবী  ..... ঈশ্বরের মাতৃত্বের রূপ।
দেবী   .....শক্তিমান অসুর দামিনী রূপ
দেবী   .....মূর্তিমান প্রেয়সীর রূপ ,
দেবী   ......শিব পার্বতীর  অর্ধনারীশ্বর রূপ।

৬৯ পর্যায়ের কোনো নাটকে
দেবীকে নগ্ন আঁকা হয় সাহিত্যের কলামে দেবী শরীরময়।
কিংবা দেবীর নারীত্ব ঘাটা হয় কুমোরটুলির সৃষ্টির হাতে
নতুন কিছু নয়।
দেবী চিরকালীন নয় ,দেবী সমকামী নয়
দেবী সৃষ্টিতে পৌরুষের পরাজয়।
তাই দেবী পুজো শেষে বিসর্জন  হয়
অথচ প্রয়োজন যুগে যুগে দেবী নিত্যকার।
আর সময় প্রয়োজন মিটিয়ে নেয় নিত্য আঁধারে
আর সময় নিয়মিত বদলায় বাঁচার তৃষ্ণায়।

জন্ম দেবী তোমার ঔরসে
তোমার যোনিজাত উত্পত্তির কামরসে ডুবে যায় চলন।
অথচ মরণ তুমি কই মাছের জান
তোমাকে সাজানো হয় ,দেওয়া হয় নানান দেবীরূপ নিত্য প্রয়োজনে।
আসলে তুমি নিত্য প্রয়োজনীয় মাতা ,কন্যা ,ভার্যা
আবার কোথাও তুমি নামহীন সমাজবহির্ভূত কামের শরীর
পৌরুষের প্রয়োজনে দেবী তুমি নিরুপায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...