Saturday, May 23, 2015

প্রথম আলো

প্রথম আলো
............... ঋষি
===============================================
তাদেরকে জানানো দরকার
ভোরের কুয়াসার পর সামনের রাজপথে নতুন দিন।
তাদের জানা দরকার দেওয়ালের তৈরী পাঁচিলগুলো মোটেই উত্তর নয়
ঐকান্তিক প্রয়াসে শুধু উঠে আসে মুখে রক্ত
দেওয়ালের সাজানো বাড়ি মোটেই নিরাপদ নয়।

দেয়ালের বাইরে থেকে দেয়ালবন্দী দৃশ্যগুলো বিকিরিত হচ্ছে
এবং তা মুহূর্তে পৌঁছে যাচ্ছে।
গভীর অরণ্যের মাঝে শেওলা ধরা বুকের মাঝে
খোলা আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আরো গভীরে।
ইচ্ছার দরবারে গাওয়া হচ্ছে ভালো লাগার সুর
মেঘলা দুপুরে একলা বাসনাগুলো  মৃত্যুমুখী অন্তরের ধোঁয়ায়,
বিছানার চাদরে শুধু বিলোনো নাটকের সঙ্গম।

তুমি যতই দীর্ঘজীবী হও এবং
একটি বৃক্ষের ছোটবেলা সেজে বনসাই করে রাখো।
যতই মৃত সাজো না কেন
ব্যাপারগুলো মৃত মানুষের দাঁত নখ কিংবা ,
মরে যাওয়া কবিতাদের হারিয়ে যাওয়া ছাড়া আর কিছু নয়।
সবটাই সাজানো দিনের আলোর মত পরিষ্কার
অনেকটা দিনের প্রথম আলো।

আবার যে কোনো জননীর লুকোনো সন্তান কর্ণ হবে প্রতিবার
তা যেমন সম্ভব নয় ,
তেমনি প্রতিটা প্রতিবাদ আগুন ধরানো ব্যতিক্রম হবে ,সম্ভব নয়।
কিছু প্রতিবাদ মরে যাবে ,কিছু প্রতিবাদ আকাশ পাবে
তবে তাদের জানানো দরকার বাড়িগুলোর ভিত যে নরম। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...