Tuesday, May 12, 2015

মানুষের পাশে

মানুষের পাশে
...................... ঋষি
======================================
সময়টা মে কিনা জানি না
সময়টা জীবিত কিনা জানি না।
বারংবার কেঁপে ওঠা ভাঙ্গা কাঁচের পৃথিবীতে
একগোছা গোলাপ হাতে মৃত পরিবারের পাশে।
তাদের এল আই সি আছে কিনা জানি না
জানি না সময়টা দুর্ভেদ্য অর্জুনের চোখ কিনা
তবু তারা মানুষ সেটা আমি জানি।

জানি চশমার বদলানো কাঁচে
বাড়তে থাকা দূরত্বের  পশুত্বে মনুষত্ব সস্তা নাটকে।
মানুষ বাবু আপনারাও আছেন লাইনে
দৈনন্দিন আহা ,উহু ,ইশ।
একটু আস্তে দাদা প্লিজ মারাত্মক ব্যাথা অসময়ে
বয়ে যাওয়া রক্ত পাহাড়ি সভ্যতায়।
পাশে দাঁড়ান
উঠে দাঁড়ান ,
হাত বারণ
কিন্তু প্লিজ আর কথা নয় দায় বারংবার নেশায়
দেনার সভ্যতা অসহায়।

সময়টা মে কিনা জানি না
এটা কোনো ঋতু তাও জানা নেই।
অসম্ভব যন্ত্রনায় কেউ শুয়ে আছে ধ্বংসস্থুপে
প্লিজ পাশে দাঁড়ান ,আর লাইনে না।
লাইনে দাঁড়ানো মানুষ বাবুদের একটু উপস্থিতি দরকার
সরে আসুন লাইন থেকে কোনো কারণ না
শুধু মনুষত্বের লক্ষ্যে মানুষের পাশে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...