Thursday, May 21, 2015

মুহুর্তদের কবিতা

মুহুর্তদের কবিতা
.......... ঋষি
=====================================
মুহুর্তদের কবিতা লিখবো বলে
কলমের নিবে আঠালো আঠা তোকে জড়িয়ে।
মুহুর্তদের জমে থাকা ঠান্ডা লড়াইয়ে
নিজেকে বড় ক্লান্ত মনে হয়।
তোর সাথে কাটানো মুহুর্তদের ভিড়ে অবিরত ঝংকার
কেঁপে উঠছে আমার ভিতরে বাহিরে।

আজকের কবিতায় কোনো স্পর্শ নেই
শুধু তোর ঠোঁটে আটকানো লুকোনো কবিতাগুলো।
তোর ব্লাউজের বোতামে আটকানো দীর্ঘশ্বাস
নিয়মিত বিশ্বাস আর আশ্বাসের দোরগোড়ায় দাঁড়িয়ে।
শহরের কোনো কোনো জমা মুহূর্ত
ফুটপাথে গরম চায়ে চুমু।
ঠোঁট পুড়ে যায় ,পুড়ে যায় সময়
পাশাপাশি দাঁড়িয়ে দেখা কপোতকপোতী।
একাকার ,লুকিয়ে পথচলা আমার শহরে
অলিতে গলিতে জমে থাকা তোর আমার মুহুর্তের ভিড় ।

মুহূর্তগুলো জমে আছে তোর কালো শাড়ির আঁচলে
কালো টিপের আড়ালে লুকোনো অন্য মুখ।
ভীষণ চেনা এক অচেনা সড়কের দরজায় অবিরত
কে যেন দরজা খুলতে চায় আমার শহর।
বুকের প্রাচীরের আড়ালে লুকোনো ধ্বংসস্থূপ
শহর বদলাচ্ছে নিজের প্রতিষ্ঠায়।
 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...