Friday, May 15, 2015

আরো গভীরে

আরো গভীরে
.................. ঋষি
================================
সেই তো এলে, আসার ভঙ্গিটিও অবিকল...
ঈশ্বরের মত চেতনায় আসীন।
হাত তালি দিলে থিয়েটারের শেষে ,শেষ ভূমিকার
বুকের ভিতরে বাঁধানো সেতুটা অবিকল ..... ।
চিকিত্সাধীন কোনো ভাঙ্গা কাঁচের মত
ঢুকে  রইলে ঈশ্বরের বুকে।

সে যাই হোক
তুমি গামছা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছো আরো স্পর্শে।
বট পার্বণ ,হিজলির জঙ্গলে ছড়ানো স্তব্ধতা
প্রতি রোমকূপে শিহরণ সূর্যাস্তের শেষ দিনে।
ফুলের বিষাক্ত গন্ধ বিছানাময়
কেমন একটা নেশা।
যেন তুমি শিশ্নহীন প্রেমের সামনে দাঁড় করিয়ে
ঈশ্বরকে স্মরণ করছো শেষবার।
আর আমি  ঢুকে যেতে যেতে
আলো জ্বেলে দিচ্ছি রাস্তাঘাটের।

সেই তো এলে, আসার ভঙ্গিটিও অবিকল...
ঈশ্বরের ঘরের সামনে সিঁড়ি নেই।
শূন্যতা বেয়ে প্রায় ছাদে  উঠে রোদ চরাই আমি
আসলে পুড়তে থাকি কল্পনার গভীরতায়।
তোমাকে তো আমি কত বার বলেছি
চলো আরো গভীরে যাই। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...