Thursday, May 21, 2015

লুকোনো অভিমান

লুকোনো অভিমান
.............. ঋষি
======================================
যোজন অবধি এই আড়াআড়ি বিস্তারে
এতখানি অহংকার।
ছুঁয়ে থাকার লোভ আমার
বেঁচে আছি ছুঁয়ে থাকায় তোমাকে জুড়ে।
অদ্ভূত আহরণের মানে নিলোজ্জ খোঁজ আমার
সবটুকু অস্তিত্ব ছাড়িয়ে বাঁধানো ভিতে।

অহংকার বল তুমি ,বলে তোমার অহংকার
ছেড়ে গিয়ে, স্মৃতি নিয়ে বাঁচার অধিকার।
স্মৃতিরা সব চুলকানি মত ছড়ানো রোগ হৃদয়ের ভাঁজে
চুলকিয়ে আরাম।
অথচ তুমি আমি শুয়ে একসাথে কফিনের ভিতর
মাঝখানে রাখা এক আকাশ অধিকার।
শুধু স্পৃষ্ট স্পর্শের  লাবণ্য
শুধু অসুখ পেরোনো ট্রাফিক।
সবটুকু শুধু পাশে থাকা আর জড়িয়ে বাঁচা
আর স্মৃতিদের কবিতায় আসন্ন বৃষ্টি।

বৃষ্টিসম্ভাবনার মত অনিশ্চিত মেঘ নামানোর খেলাছলে
আকাশের বুকে আনাগোনা তোমার মুখ ভার।
জমানো তাপমাত্রা বেড়ে চলা পারদে
শ্বাস ফেলে খুলে দিলো জানলা-কপাট।
হা হা দুপুরের
তোমার অহংকার লুকোনো অভিমান। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...