Friday, May 15, 2015

যদি স্পর্শ করে দি

যদি স্পর্শ করে দি
............ ঋষি
======================================
যদি স্পর্শ করে দি তোর অন্তরের স্পৃহাগুলো
যদি স্পর্শ করি তোর না বলা কথা।
তবে নিস্তব্ধতা ভাসবে আমার শহরে
তোর দু চোখে দেখা মরুপ্রান্তরে চেতনার বিষ
সেই বিষ পান করে আমি একা।

কোথাও নিরালা  নির্জনে আকাশের কবিতায়
দুচার ফোঁটা বৃষ্টি তোর শুকনো বুকে।
মাটি ভিজে যায় ,মেটো গন্ধ চেতনার পাড়ে
কয়েকশো পৃথিবীর বায়বীয় ভিতে দৌড়বে ইচ্ছা ঘোড়া।
আপন মনে ,আরো দূরে,দূরে দূরে
কোথাও নিশিন্তে বেজে যাবে উইন্ড চার্ম আদরে সুখে।
আর তোর বুক বেয়ে গভীরতায় স্পর্শ
ঠিক এক আদরের ঘোড়া দৌড়চ্ছে প্রানপনে গভীর নীলে।
হারিয়ে যায় ,হারিয়ে যায়
আসলে হারিয়ে যেতে চায়।

যদি আমি স্পর্শ করে দি তোর গভীর সোনালী রৌদ্রে
যদি আমি স্পর্শ করি তোর ঋতুবতী ইচ্ছাগুলো।
তবে গোপন নদী আপন খেয়ালে স্পর্শ সুখে
তিরতির বয়ে যায় চেতনার সুখ
আর তোর গভীরতায় অভিমান লুকোনো দুঃখ।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...