Saturday, May 2, 2015

অদ্ভূত

অদ্ভূত
.............. ঋষি
==========================================
আলতো সোফায় পা এলিয়ে অন্ধকারে ঠোঁট
কোনো এলিয়ন নেমে এলো নাকি।
জমা জঞ্জাল ,ছড়ানো স্তব্ধতা ফাঁকে
এক ঠোঁট নীরবতা।
তোমার ঠোঁটে
অদ্ভূত।

এই সব প্রিম্যাচিওরড লুব্ধতায় শাসন থাকে না
কারণ শাসন ঈশ্বর আসনে
আরো গভীর কবিতায়।

উড়তে থাকা শাড়ির আঁচলের আড়ালে
দু কিস্তি ডাকপিওন বৃষ্টির পর
নেশার রাত।
আঁকড়ে ধরে তোমার গন্ধে লেগে থাকা বিস্ময়
সময়ের চাঁই গলে ইতিহাসের বুক,
তোমার বুক
আশ্রয় ।


মনে হয় স্তব্ধ অন্ধকারে সোফায় গা এলিয়ে আমি
শীত শীত পায়রা উড়িয়ে সারা শরীরে শান্তিতে তুমি
কোনো সুখের কবিতায়।

নেমে যায় নিচে শহরের কেবিনে বুড়ো গিটারিস্টের
মোলায়েম সুর।
জিনা ইহা মরণা ইহা ,ইসকে সিবা
কিছু না শুধু স্তব্ধতা অন্ধকারে আগুন লাগা দূরত্ব
পিষে যায়, মিশে যায় ঠোঁটে ঠোঁট ,
অদ্ভূত। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...