Tuesday, May 26, 2015

নেশাতুর দিন

নেশাতুর দিন
................ ঋষি
==============================================
যতটুকু  ছিল সবটাই নিরীহ আস্তরণ বুকের ভিতর
আর বিষগুলো বিস্ময় জীবনের কান্না বারংবার।
তোমাকে বুঝি নি কিংবা তুমি বুঝতে দেও নি
তোমাকে বোঝার মত অধিকার আমার ছিল
আর তোমার কান্নার রুমালে ছিল আমার মনখারাপ।

গঙ্গার নীল নৌকার মাঝে
কিছুটা সময় পাশাপাশি ঠোঁটে সিগারেটের জ্বলে যাওয়া বাসনার।
নিত্য অনিত্যের মাঝে তোমাকে ছুঁতে চায়
বুঝি নি ,আজকাল বুঝতে পারি না পাগল প্রেমের আত্মায়।
নেশার সুর, গড়িয়ে নামা ঠোঁট ঠান্ডা বিষাক্ত যন্ত্রনায়
হাজার ডেসিবেলের পৃথিবী থেকে দীর্ঘশ্বাস।
বিষাক্ত বাস্পরা সব চ্যাট চ্যাটে ঘাম তোমার শরীরে প্রতি ভাঁজে
আমি অবাক হয়ে যায় ,অবাক চোখে দেখি।
চেনা বিস্ময় ,চেনা শরীরের ভাঁজে আদিম আকর্ষণ
কখনো হয় নি ,কখনো বুঝি নি আগে ,
কি এক আদম ঘোড়া দুরন্ত এই নেশাতুর দিনে
দৌড়চ্ছে সীমা ছাড়িয়ে অসীম কল্পনার।

যতটুকু ছিল সবটুকু বেঁচে থাকার লোভ বুকে মাঝে
আর চেনা বিষগুলো অচেনা পাত্রে লোভাতুর মৃত্যুর সুখ।
তোমাকে বুঝতে চাওয়ার যন্ত্রনাটা এক আদিম লোভ
তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা ডানায় চাতকের কল্পনা
আর তোমার জমা অভিমান আমার রুমালের প্রতি ভাঁজে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...