Sunday, May 24, 2015

সত্তরে এক পুরুষ

সত্তরে এক পুরুষ
.................... ঋষি
========================================
কড়িকাঠ গুনে-গুনে প্যাঁচানো সিঁড়ি নেমে যায় রাস্তায়
বাড়িটা খুব পুরনো।
একধারে দাঁড়িয়ে আছে প্রায় মহীরুহ
বারান্দার রেলিঙে দাঁড়িয়ে প্রায়  সত্তরে এক পুরুষ।
সেও কোনদিন যুবক ছিল
সেও ছিল এই ব্যস্ত শহরের মাঝে ব্যস্ত কোনদিন।

পুরোনো হেলান থুতনি রাখা প্রেত কথারা
গরাদে উঁকি মেরে যায় কপোত ,কপতি।
তার চোখে আজও রঙিন আভা
তার প্রেমিকাকে সে দাঁড়িয়ে দেখে রোজ.
দীর্ঘশ্বাস কিঙবা স্বভাবে শ্বাসের ভুল
কিন্তু সে দাঁড়িয়ে থাকে প্রতিদিন তার অপেক্ষায় ,
যদি একবারও তাকে ফিরে পাওয়া যায়।

মৃত্যু আসে নি কখনো মানুষের স্বইচ্ছায়
সেই সত্তরে দাঁড়ানো পুরুষ মৃত্যু কল্পনা করে না আজও।
শুধু ভাবে যদি ফিরে যাওয়া যায়
শুধু ভাবে যদি আরেকটু  জীবিত থাকা যায়।
তার প্রেমিকা আর প্রেমিকের ঠোঁট
হাত পুড়িয়ে লেখা যেকোন নাম ,
আবার হয়ে পড়ে ভুলপ্রবণ অক্ষর কয়েক।  

কড়িকাঠ গুনে-গুনে প্যাঁচানো সিঁড়ি নেমে যায় রাস্তায়
বাড়িটা খুব পুরনো ছিল।
আজকের সকালে হেডলাইন  বাড়িটা আর নেই
সে বারান্দার রেলিঙে দাঁড়ানো ভদ্রলোক আজ মৃত।
আমি উঠে দাঁড়ালাম ,ছুটে গেলাম সেই বারান্দায়
বারান্দা দিয়ে দেখি আমার শহর বদলাচ্ছে রোজ। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...