Sunday, May 3, 2015

বিরক্তির দিন রাত্রি


বিরক্তির দিন রাত্রি
................ ঋষি
============================
চৌরাস্তা ধরে হেঁটে যাচ্ছে
একটা পাপ , অধৈর্য্য সাময়িক মতিগতি।
বিষ পা জলে দাঁড়িয়ে একান্ত একাকী
যদি গলা টিপে ধরি।
নিঃশ্বাসে সহায় নিরুপায় বেঁচে ফেরা
চিত্কার মধ্য রাত্রি।

এমনতর কিছু নয় জীবনের দুর্বল্য মুহূর্তরা
সার্বিক চাহিদার বাইরে জীবন দত্তক বর্ণমালায়।
স্বরবর্ণরা পিছনে সরে যাচ্ছে
ব্যঞ্জন বহুল প্রচারিত চৌরাস্তায় পাপ হেঁটে যায় ।

অনেকটা পাওয়া নিয়ে সকাল শুরু হয়
কাব্যিক কল্পনার পেখম ধরা  না পাওয়াগুলো নিরুপায়।
আকাশে উড়ে যায়
জীবন প্রবাহিত ফ্যাল ফ্যাল করে বেমক্কা ঘুড়িতে।

চৌরাস্তা ধরে হেঁটে যাচ্ছে
একটা পাপ, একটা ভালবাসার খুচরো অধ্যায় ।
খোলা জানলা ,দরজায় একমাত্র আলোক সম্বল
বহুমাত্রিক জীবনের সরলরেখায়।
অনিচ্ছুক বর্ণদের শব্দ বিন্যাসে অনন্ত নিঃশ্বাস
বিরক্তির দিন রাত্রি।  .

1 comment:

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...