Friday, May 15, 2015

আবার কোনোদিন

আবার কোনোদিন
................. ঋষি
======================================
যাওয়ার আগে রেখে যাচ্ছি বলা না বলা-
অদ্ভূত প্রহসন লঞ্চের শেষ ঘন্টাটা বাজলো।
আমরণ আমার শহরে স্তব্ধতা ছুঁয়ে
বেজে উঠলো চেনা রিংটোন।
তুমি আসবে বলেছিলে- ভরদুপুরে
বাউলে পাড়ায়।

সেই গানটা ,খুব প্রিয় আমার
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
তোমার রিংটোনটা , খুব সত্যি
হ্যালো আমি বলছি আজ আসা হলো না প্লিজ লক্ষিটি।
হাসলাম খুব হাসলাম
বেরিয়ে পরা দীর্ঘশ্বাসে চুপ করে যাচ্ছে হাহুতাশ- ।
আজকাল তোমার মত আমারও হাহুতাশ একটু বেড়ে গেছে
ছুঁয়ে থাকার ,ছুঁয়ে বাঁচার ।

যাওয়ার আগে রেখে যাচ্ছি বলা না বলা-
মই শূন্য, পদবী শূন্য অদ্ভূত উপন্যাসের শেষ পাতা ।
আমরণ আমার ভাবনারা কবিতার পাতায় তোমায় ছুঁয়ে বাঁচবে
নতুন কিছু না ,তুমিও নতুন না ।
দেখা হবে ঠিক আবারও  কখনো, কোনদিন আমার শহর
বদলাবে না বাউল হৃদয়ে ।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...