Thursday, May 28, 2015

না জানা মানে

না জানা মানে
.......... ঋষি
======================================
মানে জানতাম না অনেক কিছুর
যেমন জানতাম না অদ্ভূত এই আকর্ষণের মানে
ছোটবেলায় সকালের দরজায় টোকা শুনলে ছুটে যেতাম
মনে হত যাক আজ আর পড়তে হবে না
ঈশ্বররুপী কোনো প্ররিত্রাতা এলেন
আসলে তখন আমি ঈশ্বরেরও মানে জানতাম না

সদ্য ফোঁটা ফুল যেমন স্বপ্ন দেখে নতুন ফুলের
ঠিক তেমন ঈশ্বরও নাকি ধরনীতে থাকে প্রেমের রূপে
আসলে প্রেম যে অস্থির কোনো ভাবনার পোট্রেট নয়
প্রেম যে কোনো অবুঝ কবিতা নয়
সে অসীম বিশ্বে ঘুরতে থাকা ব্রম্হান্ড
মনে হলো একটু  ঘুরে দাঁড়ায় ,খুলে দি দরজা ,জানলা ,ভবিষ্যত
পৃথিবীটাই ঘুরতে থাকে টের পাই না
ঢোকার দরজা ,বেরোবার দরজা বদল হতে থাকে
হাত বাড়ায় জানলার বাইরে
একটা সুরঙ্গ সোজা নীল পথ ধরে এগিয়ে  যায়
সোজা ধাক্কা তোমার ঠিকানায়

মানে জানতাম না অনেক কিছুর
যেমন জানতাম না হরপ্পা সভ্যতার গুহায় প্রাচীন আদিমতার মানে ।
মানে জানতাম ফুলের আর তোমার গন্ধের
আসলে তফাৎ খুঁজেছি পাই নি নিজেকে খুঁজে।
শুধু দেখেছি ঈশ্বর দাঁড়িয়ে জন্মের পাঁজরে অসংখ্য মিশ্রনে
আর ফুল ফুটছে পৃথিবীতে রোজ বেঁচে থাকায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...