Wednesday, May 20, 2015

অ্যাশট্রের ভিতর

অ্যাশট্রের ভিতর
................. ঋষি

অ্যাশট্রের ভিতর থেকে উঁকি মারছে ক্লান্ত যোদ্ধা,
ক্লান্তই বটে।
জীবনের কবিতাগুলো কখন যেন শরীরময় রক্তের গন্ধ
টেরাকাটা বাঘের মুখে মিষ্টি স্বাদ।
বিস্বাদ বদলানো পর্যায়ের কবিতার পাতায়
খড়ি ওঠা দেওয়াল আর মৃত ঘরবাড়ি।

বাড়ির ভিতর শিশুত্ব জোর গলায় পড়ছে
আয় আয় চাঁদমামা টি দিয়ে যা।
আমি বলছি,আসলে শেখাচ্ছি
আয় আয় একটা জীবন স্পর্শ করে যা।
উঁকি মারছে অনাহার,বাসি-পোড়ারুটি, আর
সন্তানের স্তব্ধ মুখচ্ছবি-
আসলে প্রতিচ্ছবি।
পান্তা ভাতে জীবন বাই ওয়ান গেট ওয়ান প্রসেসে
বাড়তে থাকা তলপেটে চাপ।
রক্তবমি ,মহামারী জীবিত কবিতার পাতায়
উত্থিত শিশ্নের শেষ চিত্কার।

অ্যাশট্রের ভিতর থেকে উঁকি মারছে ক্লান্ত যোদ্ধা,
ছাইয়ের ভিতরে শুয়ে আছে  ,
জীবনের কবিতাগুলো যেগুলোর জন্ম আছে বেওয়ারিস শরীরে
অথচ নাম হীন ,গোত্রহীন  অজস্র ক্রন্দনে।
ছড়ানো ছেটানো ফিল্টার অ্যাশট্রের ভিতর
নিজস্ব গোপনীয়তায় আপন হিয়ায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...