Tuesday, May 19, 2015

শব্দ বেশ্যা

শব্দ বেশ্যা
...................... ঋষি
===============================================
ঢেউ ভাঙার ইঙ্গিত
অদৃশ্য শব্দমন্ডলীর আলো ভাঙ্গার ছলে।
চেতনার বাস
শব্ধগুলো যখন অদৃশ্য মায়াজাল পেড়িয়ে  গভীরে কোথাও হানা দেয়
তখন আমি তাদের বেশ্যা বলি ,শব্দ বেশ্যা।

রাস্তায় ,ফুটপাথে ,চায়ের দোকানে ,পাড়ার মোড়ে
কলেজ ফেরৎ তরুনীর উদ্দেশ্যে।
মাইকে চিত্কার দেশের উদ্দেশ্যে
খবরের পাতায় বড় হরফে জনগনের উদ্দেশ্যে।
মহাজনী কারবার লোভের উদ্দেশ্যে
অন্ধকার প্রার্থনা সভায় ঈশ্বরের উদ্দশ্যে।
মিথ্যা বানভাসি শব্দগুচ্ছকে শপথ দেশের আইনি হুজুরদের
সমস্ত জনগনের উদ্দশ্যে আমার কলমে শুধু দিনরাত
শব্দ বেশ্যাদের নগ্নরূপ।

অদৃশ্য আঙুল আলো জ্বালাবার
শব্দগুলো মিথ্যে  বারুদ ঘষে নিজেদের পাছায়।
শেষ বেঞ্চের ইতিহাস পিপাসা সাধুদের ভন্ড ছাই ভস্ম
গাঁজার টান ,ধোঁয়া আর ধোঁয়া।
ক্লাসের বেঞ্চহীন  ছাত্রদের মিথ্যা শপথ দেওয়া
মিথ্যা বলো না ,মিথ্যা বলতে নেই।
নাটক আর নাটক
সভ্যতার নরকে শরীরগুলো দাঁড়িয়ে থাকে বিক্রির আশায়
মিথ্যা ভালোবাসায় শব্দ বেশ্যা।

টুকরো কুড়োতে মূলবাগানে  ধর্ম জল
আদমের বিষ ফল শব্দ বেশ্যার  বুকে।
উত্থিত সভ্যতার রুমাল নাড়া ইশারায় রাস্তার পাশে
শব্দ বেশ্যা নগ্ন ফুটপাথে দাঁড়িয়ে থাকে
চেতনার ভিতে সমস্ত মিথ্যা আশ্বাস আমার কাছে শব্দ বেশ্যা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...