Sunday, May 31, 2015

ধর্ষক আমরা সবাই

ধর্ষক আমরা সবাই
.................... ঋষি
===========================================
এক একটা বাঁকে,
এক একটা না বোঝানো এই সময়।
সময় কি শুধু প্রকৃতির কোলে থাকা নতুন জন্ম
নতুন সূর্য আসলে আলোর জন্মের প্রতীক্ষায় দৈনন্দিন।
আর জন্মের কথা বলি
তবে অবাঞ্চিত নারী নগ্ন যোনিতে আদমের সাথে।
কাঁচা সবুজ দুঃখের পাতা চিবিয়ে খায়
প্রকৃতি ও নারী এক সাথে।
আদমের হাসি মুখ আর নারীর বেঁচে থাকা
শিরা উপশিরায় যোনির গন্ধময় লজ্জার দংশনে ।

স্টিমার ঘাটে ভো বাজে সরে যায় মাটি পাতাল প্রবেশে
ঢুকে যাচ্ছে সীমা ছাড়িয়ে সূর্য সীতা মাটি ছিঁড়ে দুঃখের বুকে,
অথচ কর্ণের জন্ম কুন্তীর কাছে লজ্জা জনক।
হা কুন্তী তুমি কি আলোকস্পর্শা
হা সীতা তুমি  কি সময়দ্রষ্টা।
প্রকৃতির শরীরের প্রত্যেকটা অংশ একটা জানোয়ার হয়ে যাচ্ছে
শুধু খিদে চুষে খাওয়া  জ্যান্ত নরকে অসংখ্য শব।
মৃত সব ,জীবিত ইচ্ছায় লোভাতংকের শিকার যোনিত স্পর্শ
প্রতি কুড়ি মিনিটে দেশের কোথাও কেউ শিকার।
আর ধিক্কার আমাদের বলায় প্রকৃতির প্রেম
ধিক্কার আমাদের বলে আকর্ষণের শরীর।

জল আর জীবনের খোঁজে, অনেকদিন ধ’রে নানান পথ
আমরা জানতে পারছি না নিজেদের অন্তর স্পৃহাকে
নিচু রাস্তা দিয়ে হাঁটছি , ক্লান্ত
ঘরে ফিরবার পথে আদিম প্রাগৈতিহাসিক কল্পনার গন্ধের ভারে নুয়ে।
প্রকৃতির উরুর কাজে ,ধর্ষক আমরা সবাই ধর্ষণ কল্পনায়
ধর্ষিত শুধু একটা শরীর ভেঙে দিচ্ছে আমাদের চামড়াগুলো
শাফল্‌ করছে আর রি-অ্যারেঞ্জ করছে আমার পরিচয়
মেয়েগুলো জঙ্গলে গেছিল মধুর চাক ভাঙ্গতে
ফেরার পথে বললো, মৌমাছি নাকি ভ্যাজাইনাটাকে দেখেছে
একটা প্রজাপতির মত সবুজ প্রকৃতিতে 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...