Friday, May 29, 2015

উপস্থিতি অপেক্ষায়

উপস্থিতি অপেক্ষায়
................... ঋষি
=========================================
আবার তোকে দেখবো আলোক আঁধারিতে
আবার জ্বলে উঠবে বুকের বারুদে স্ফুলিঙ্গ।
ভীষণ বিস্ফোরণে টুকরো টুকরো না পাওয়ারা ছিটকে পড়বে দূরে
ফুসতে থাকবে সময়।
চারিদিকে নিউস চ্যানেল ,অসংখ্য চিত্কার ,পিকচার্স কমেন্টস
ক্লোস ফায়ার ,রাস্তায় জ্যাম ,পুলিশে পুলিশে ছয়লাপ।
সেই বেজে উঠছে আমার মুঠো ফোন
মুঠো ফোন তুই এক অস্তিত্ব চারদিক ভীষণ শান্ত।

আবার বুকের উপর উঠে যাবে আস্ত একটা ট্রাম
হেলে দুলে শান্ত হাতির মত ভারী হয়ে যাবে হৃদয়।
ফোনটা কেটে যাবে
শোনা যাবে না তোর গলা।
হৃদয় কাঁদতে থাকবে ভীষণ ভারী সময়ের শব মাথার ভিতর
ঘুরপাঁক  খাবে অপেক্ষা আবারও তোর নামে,
চারিদিকে শোরগোল ,খোঁজ খোঁজ  রব হৃদয়ের মাটিতে।

আবার তোকে দেখবো আলোক আঁধারিতে
স্বপ্নের মায়াজাল ঘিরে নেশার চোখ জড়িয়ে সিঁড়ি।
সিঁড়ি শেষ ধাপে তুই দাঁড়িয়ে
আমি নিচে, অনেক নিচে  শুধু অপেক্ষা হাজারো শোরগোলে।
হাজার বাজারী খবরে,হাজারো মৃত্যুর ঠিকানায়
সবকিছু স্থির হয়ে থেমে যাবে।
তুই এসে গেছিস  আমার কাছে
আমার মুঠো ফোনের স্ক্রিনে ফুটে ওঠা তোর নাম।



No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...