Friday, May 8, 2015

শ্যামল কাকুর ডায়েরি


শ্যামল কাকুর ডায়েরি
.......... ঋষি
===================================
আমার ছবিতে হাসি নেই। হাসবার জ্ঞান রয়েছে শুধু
ধরে রাখতে আজও জানিনা।
যতটুকু জানা ছিল ওপাড়ার শ্যামল কাকুর ডায়েরিতে
গতকাল মারা গেছে শ্যামল কাকু।
অথচ আজও জীবিত আরবের লাস্যকর যুবতীর মত
ভাবনায় তার ভাবনারা কলমের নিবে
কোনো ভারতীয় ব্যাত্সায়নের সন্তান।

ঘুম থেকে উঠে শুনেছিলাম শ্যামল কাকু আর নেই
গিয়ে দেখি ছড়ানো ,ছেটানো ওষুধের বোতল।
শেষ বয়সে শ্যামল কাকু চোখে দেখতেন না
ভাবনার প্রতিটা শার্সি তুলে সেই আরব্য যুবতী।
পাঠিয়ে দিচ্ছে চোখের ওষুধ, মানে হল--
যে চোখ নিজেই স্বপ্ন অংশত।

আমার ছবিতে হাসি নেই।
আসলে স্থির চোখে এখনো ছড়ানো শ্যামলকাকুর মৃতদেহ।
সাদা ব্যাকগ্রাউন্ড সংগীতের মধ্যে হৃদয়ের শোকের বাণীগুলি
শোনাতে ইচ্ছে করে নি শ্যামল কাকুর বাড়ির লোককে।
শোনাতে চাইনি অনিচ্ছাকৃত নোনা রঙের বন্দুক ছুঁড়ে
শ্যামল কাকুর ভাবনারা মৃত আরব্য রজনীতে
শুধু কাকুর ডায়েরিটা আমার হাতে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...