Wednesday, May 6, 2015

অজান্তে তুমি

অজান্তে তুমি
............... ঋষি
==========================================
ঘুম ভেঙ্গে উঠে বসি
পাশে খোলা কবিতা পাতায় হাজারো স্পর্শ।
শুধু এতটুকু নয় ,চারিদিকে আঁধার
রাতভর মুখপত্রিকায় উপচে পরা ইন বক্সের ভিড়ে মৃত শব।
হাসতে হাসতে উঠে বসি
বারান্দার  ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসি
দাগতে থাকে স্মৃতিরা অন্ধ কামান।

ঘুম ভেঙ্গে যায়
সদ্য পাড় ভাঙ্গা তোমার এস এম এসে এসে দাঁড়ায় চেনা সুরে।
একবার ফোন করতে পারি
রাতভর লোডশেডিং ,চেনা গলায় মোমবাতি ছায়া ফেলে ,
কাঁপতে থাকে আলো দেওয়ালের গায়ে।
ভীষণ চেনা পুড়তে থাকা হৃদয় দেওয়ালে অন্ধকারে তুমি
মিথ্যে কাটাকুটি ,অন্ধকারের উপর আঁধার।
মানুষের উপর মানুষ ,সোজা সমীকরণ
বেহায়া হিসেবে জাগ্রত আলো।

চোখ জ্বালা করে
অস্পষ্ট স্মৃতিরা ইনিয়ে বিনিয়ে কথা বলে।
অভিশাপ আছড়ে পরে ঘুম ভাঙ্গা অন্ধকারে
কত কথা বলা দরকার এদের ,,,,,,,,,,ডায়রির পাতায়।
আমার কবিতায় তবু জেগে থাকে
মায়ের সাথে কাটানো প্রথম রাতে অভিশাপ এক পুরুষের সাক্ষী
ভিজে চাদর ,ভিজে কাঁথা ,ভিজে বালিশ আর আমি।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...